১৪ মিনিটে কেইনের হ্যাটট্রিক, নতুন মৌসুমে ঝলমলে সূচনা বায়ার্নের

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫

১৪ মিনিটে কেইনের হ্যাটট্রিক, নতুন মৌসুমে ঝলমলে সূচনা বায়ার্নের

ডেস্ক রিপোর্ট:বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু হলো জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের দাপুটে জয়ে। শনিবার (২৩ আগস্ট) অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রেড বুল লাইপজিগকে ৬–০ গোলে বিধ্বস্ত করেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ম্যাচের নায়ক ছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন, যিনি মাত্র ১৪ মিনিটে হ্যাটট্রিক করে রচনা করেছেন বিশেষ এক রেকর্ড।প্রথমার্ধে খেলা ছিল মূলত মাইকেল ওলিস ও নতুন সতীর্থ লুইস দিয়াজের। শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও ১০ মিনিট পর খেলার নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। বাঁকানো শটে ওলিস করেন প্রথম গোল। কয়েক মিনিট পর লিভারপুল থেকে আসা দিয়াজ দারুণ শটে নিজের প্রথম বুন্দেসলিগা গোল উপহার দেন। বিরতির আগেই গ্যানাব্রির পাস থেকে দ্বিতীয় গোলটি করেন ওলিস। ফলে প্রথমার্ধে ৩–০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।বিরতির পর আসল নাটক। ৬৪ থেকে ৭৭ মিনিটের মধ্যে তিনটি গোল করে ইতিহাস গড়েন কেইন। এর মধ্যে দুটির অ্যাসিস্ট ছিল দিয়াজের। এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে ১৯৭১ সালের পর সবচেয়ে দ্রুত মৌসুমের উদ্বোধনী ম্যাচে তিন গোল করার কীর্তি গড়লেন তিনি। ওই বছর শালকের কিংবদন্তি ক্লাউস ফিশার মাত্র ১২ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।

লাইপজিগ চেষ্টা করেছিল ম্যাচে ফিরতে। একবার গোলও করেছিল, তবে সেটি বাতিল হয় ফ্রি–কিক নেওয়ার সময় নিয়মভঙ্গের কারণে। শেষ পর্যন্ত বায়ার্নের রক্ষণ ও আক্রমণ ভাগের শক্তির সামনে পুরোপুরি ভেঙে পড়ে প্রতিপক্ষ।ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক কেইন বুন্দেসলিগার ওয়েবসাইটকে বলেন, “বিরতিতে যখন ৩–০ তে এগিয়ে গেলাম, তখনই মনে হলো, আমারও নাম তুলতে হবে তালিকায়। সতীর্থরা অসাধারণ সহযোগিতা করেছে।”

অন্যদিকে বায়ার্ন অধিনায়ক জশুয়া কিমিখ বলেন,

“৬–০ গোলের জয় শুধু স্কোরলাইন নয়, একধরনের বার্তা। তবে সবচেয়ে কঠিন কাজ হলো ধারাবাহিকতা ধরে রাখা। কেইন শুধু গোল করেন না, সতীর্থদের দিয়েও করান এবং রক্ষণে সাহায্য করেন, যা দলের জন্য অমূল্য।”নতুন মৌসুমের আগে স্কোয়াড ছোট হয়ে যাওয়ায় কিছুটা চাপেই ছিল বায়ার্ন। তবে প্রথম ম্যাচেই দিয়াজ, ওলিস ও কেইনের দাপটে ইউরোপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিল জার্মান চ্যাম্পিয়নরা।