বার্সার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন কোন্দে

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

বার্সার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন কোন্দে

ডেস্ক রিপোর্ট:বার্সেলোনার সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছেন জুলেস কোন্দে। গত বুধবার এই কথা জানান ফ্রান্সের আন্তর্জাতিক ফুটবলার। ২০২৭ সালের জুনে কোন্দের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। তবে শিগগিরই নতুন চুক্তিতে সই করতে যাচ্ছেন তিনি। সিউলে বার্সার সঙ্গে এশিয়ান সফরে থাকা এই ডিফেন্ডার বললেন, ‘হ্যাঁ, এটা কয়েক দিনের ব্যাপার।’ চুক্তিটা পাঁচ বছরের হবে বললেন কোন্দে, ‘আমরা ফেরার পর সবকিছু চূড়ান্ত হবে। আমি তাই খুশি। বেশ তাড়াতাড়ি হয়ে গেলো, ক্লাব ও আমার একই ধারণা: চালিয়ে যাওয়া। এখানে আমি খুব খুশি। দলে বেশ স্বাচ্ছন্দবোধ করি। ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা আমাকে উজ্জীবিত করে। প্রতি বছর আমরা সব শিরোপার জন্য লড়াই করি, আমার চলে যাওয়ার কোনও ইচ্ছা নেই। আমার চুক্তি হবে ২০৩০ সাল পর্যন্ত।’ বার্সেলোনার রাইট ব্যাক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন কোন্দে। ২০২২ সালে সেভিয়া থেকে কাতালান ক্লাবে যুক্ত হয়ে সব প্রতিযোগিতায় ১৪১ ম্যাচে সাত গোল ও ১৮ অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে বার্সার সঙ্গে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগা জিতেছেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ