ফের চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫

ফের চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

ডেস্ক রিপোর্ট: ফের চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কনুই ফেটে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। ধোনির অধনায়কত্ব করার বিষয়টি নিশ্চিত করেঠেছন চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং। গতকাল শুক্রবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের অধিনায়কত্ব করেছেন ধোনি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩০ মার্চ চেন্নাইয়ের ম্যাচে তুষার দেশপান্ডের বোলিংয়ে কনুইয়ে আঘাত পান রুতুরাজ। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে পরের দুই ম্যাচে থাকলেও স্ক্যানে এখন ফাটল নিশ্চিত হওয়া গেছে। পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নরা আইপিএলের এবারের আসরে প্রথম পাঁচ ম্যাচের চারটিই হেরে গেছে। এবার রুতুরাজকে হারানো তাদের জন্য বিরাট ধাক্কা। গত চার আসরে তিনবার দলের সেরা রান সংগ্রাহক ছিলেন তিনিই। রুতুরাজের ইনজুরিতে আবারও চেন্নাইয়ের নেতৃত্বে ফিরবেন ধোনি। ৪৩ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে বেশিরভাগ সময়ই অধিনায়কের ভূমিকায় ছিলেন। ২০২২ সালে অল্প সময়ের জন্য রবীন্দ্র জাদেজার হাতে দায়িত্ব ছাড়েন, তবে বিপর্যস্ত মৌসুমের মাঝপথে আবারও নেতৃত্বে ফেরানো হয় তাকে। ২০২৪ মৌসুমের আগে আবারও অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। এবার নিয়মিত অধিনায়কের ইনজুরিতে আরেকবার দল তার কাঁধে। উল্লেখ্য, চেন্নাইয়ের ২৪৯ ম্যাচের মধ্যে ২৩৫ ম্যাচেই অধিনায়ক ছিলেন ধোনি। তার নেতৃত্বে চেন্নাই ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫টি শিরোপা জেতে এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফিও নেয়। তার সময়ে কেবল ২০২০ ও ২০২২ সালে সেরা চারের বাইরে থেকে প্রতিযোগিতা শেষ করে চেন্নাই। ফাইনাল খেলে ১০ বার, এর মধ্যে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা চারবার।

এ সংক্রান্ত আরও সংবাদ