রেকর্ড গড়েও ফাইনালে রোনালদোর হার

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫

রেকর্ড গড়েও ফাইনালে রোনালদোর হার

ডেস্ক রিপোর্ট: প্রথম খেলোয়াড় হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে ১০০ গোল করার বিরল রেকর্ড গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এমন কীর্তির ম্যাচেও তাকে মাঠ ছাড়তে হয়েছে একরাশ হারের হতাশা নিয়ে। সউদী সুপার কাপের ফাইনালে শনিবার পেনাল্টি শ্যুট আউটে আল-আহলির কাছে পরাজিত হয় রোনালদোর আল-নাসর। নির্ধারিত সময়ের ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। এরপর টাই ব্রেকারে আল-নাসর ৫-৩ গোলে পরাজিত হয়।হংকং স্টেডিয়ামে প্রথমার্ধে গোল করে সউদী পেশাদার লিগের ক্লাবটির হয়ে ৪০ বছর রোনালদো শততম গোল পূরণ করেন। ২০২২ সালে তিনি আল নাসরে যোগ দিয়েছিলেন।এর আগে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ ও জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেছেন পর্তুগীজ এই সুপারস্টার। এই রেকর্ডে রোনালদো তিন খেলোয়াড়কে ছাড়িয়ে গেছেন। রোনালদোর আগে ১৯৩০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত স্পেনের হয়ে খেলা ইদ্রিসো লাঙ্গারা এবং ব্রাজিলিয়ান দুই সুপারস্টার রোমারিও ও নেইমার তিনটি ভিন্ন ক্লাবের হয়ে ১০০ গোলের কৃতিত্ব অর্জন করেছেন।সউদী আরবে এখনো বড় কোন শিরোপা জিততে পারেননি রোনালদো। পর্তুগালের জাতীয় দলের হয়ে তিনি সর্বোচ্চ ১৩৮ গোল করেছেন। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো পেনাল্টি থেকে গোল করে ৪১ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন। যদিও আল আহলির হয়ে দ্রুত সমতা ফেরান ফ্র্যাংক কেসি। ম্যাচ শেষের ৭ মিনিট আগে মার্সেলো ব্রোজোভিচ আবারো আল নাসরেকে এগিয়ে দেন। কিন্তু ম্যাচের একেবারে শেষভাগে কর্ণার থেকে হেডের মাধ্যমে গোল করে আল আহলিকে লড়াইয়ে ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইবানেজ।পেনাল্টি শ্যুট আউটে আরো এক গোল করেছেন রোনালদো। কিন্তু তার সতীর্থ আব্দুল্লাহ আল-খাইবারি নিজের সুযোগ হাতছাড়া করেছেন। শেষ পর্যন্ত ৫-৩ গোলে জয়ী হয়ে সৌদি মৌসুমের প্রথম শিরোপা জয় করেছে আল আহলি।সতীর্থরা যখন স্পট কিক নিচ্ছিলেন তখন দুই হাত তুলে প্রার্থনারত ছিলেন রোনালদো, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের বিশেষ নজর কাড়ে।