প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫
ডেস্ক রিপোর্ট: আইসিসির উদ্যোগে মাঠে ফিরতে পারে আফগানিস্তানের নারী ক্রিকেটাররা! আপাতত আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। এ জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করেছে জয় শাহ’র নেতৃত্বাধীন আইসিসি নির্বাহী কমিটি। যে টাস্কফোর্সের অধীনে আফগান নারী ক্রিকেটারদের আর্থিক সহায়তা এবং খেলার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। ২০২১ সালে তালেবান শাসন কায়েম হওয়ার পর থেকে আফগানিস্তানে নারীদের খেলাধুলা বন্ধ। দেশটির নারী ক্রিকেটারদের অধিকাংশই দেশ ছেড়েছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন তারা। তবে দেশত্যাগী আফগান নারী ক্রিকেটারদের অধিকাংশ রয়েছে অস্ট্রেলিয়ায়। সেখানে তারা একটি ক্রিকেট দল গঠন করে গত জানুয়ারীতে মেলবোর্নে ক্রিকেট উইদাউট বর্ডার্স দলের বিপক্ষে একটি ম্যাচও খেলেছিল। আফগানিস্তানে হয়তো আইসিসি নারীদেরকে ক্রিকেটে ফেরাতে পারবে না। তবে, বিদেশে অবস্থান করা আফগানী নারী ক্রিকেটারদেরকে খেলার মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে জয় শাহর নেতৃত্বাধীন ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি। আইসিসির সর্বশেষ মিটিংয়ে আফগানী নারী ক্রিকেটারদের জন্য টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেয়ার কথা ঘোষণা করা হয়। ‘পিচ আওয়ার ফিউচার’ নাম দিয়ে এই টাস্কফোর্সের অধীনে আফগান নারী ক্রিকেটারদের আর্থিক সাহায্য থেকে প্রশিক্ষণ- সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়া আধুনিক উচ্চমানের প্রশিক্ষণ, শিক্ষা ও প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধা এবং মেন্টরের ব্যবস্থা করা হবে। ২০২০ সালে আফগান ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্ত নারী ক্রিকেটার ছিলেন ২৫জন। আপাতত এই ২৫জনই আইসিসির সহযোগিতার আওতায় আসবেন। যাদের ১৯জনই বর্তমানে রয়েছেন অস্ট্রেলিয়া। কানাডা এবং ইংল্যান্ডে যারা রয়েছে, তাদেরকেও এই সহযোগিতার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে। ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড আইসিসির এই উদ্যোগের সহযোগী হিসাবে থাকছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এ নিয়ে বলেন, ‘যে কোনও পরিস্থিতিতে থাকা ক্রিকেটাররা যাতে নিজেদের প্রমাণ করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সে লক্ষ্যে সহযোগী দেশগুলির সঙ্গে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ঘরছাড়া আফগান ক্রিকেটারেরা যাতে খেলা চালিয়ে যেতে পারেন, সে জন্য বিশেষ তহবিল তৈরি করা হবে।’ আফগানিস্তানে নারীদের খেলাধুলায় ফেরানোর জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ নানা মানবাধিকার প্রতিষ্ঠান অনেক সরব ভূমিকা পালন করছে। তালেবানদের নীতির প্রতিবাদে অস্ট্রেলিয়া দ্বি-পাক্ষিক সিরিজ খেলছে না আফগানিস্তানের সঙ্গে। গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাতে দাবি উঠেছিল, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার। এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আইসিসির কাছে চিঠি দিয়েছে, আফগানিস্তানের সদস্যপদ বাতিল করার জন্য। আইসিসি অবশ্য আফগানিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। যদিও দেশটির নারী ক্রিকেটারদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে উদ্যোগী হলো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest