প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫
ডেস্ক রিপোর্ট: হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা মনোজ কুমারের প্রয়াণে পুরো বলিউডজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রবীণ এই তারকার মৃত্যুসংবাদে শোক প্রকাশ করেছেন বলিউডের প্রায় সব তারকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্বরাও গভীর শ্রদ্ধা জানিয়েছেন ‘ভারত’খ্যাত এই শিল্পীকে।
তবে প্রথমদিকে মনোজ কুমারকে নিয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নীরবতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নের মুখে পড়ে। অনেকেই বলেছিলেন, পুরনো মনোমালিন্যের কারণেই নাকি শাহরুখ প্রকাশ্যে কিছু বলছেন না। কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এক্স (সাবেক টুইটার)–এ এক আবেগঘন শোকবার্তা প্রকাশ করেছেন শাহরুখ খান।
তিনি লেখেন, “মনোজ কুমার জি এমন সব সিনেমা তৈরি করেছেন, যা আমাদের দেশকে এবং ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। আন্তরিকভাবে তিনি সিনেমার মাধ্যমে ঐক্য ও দেশপ্রেমের বার্তা দিয়েছেন। একজন সত্যিকারের কিংবদন্তি হিসেবে তার কাজের প্রভাব আজও বলিউডে বর্তমান। অসংখ্য ধন্যবাদ স্যর। আপনি চিরকাল আমাদের কাছে ‘ভারত’ হয়েই থাকবেন।”
এই বার্তার পর শাহরুখের মনোজ কুমারকে ঘিরে পুরনো এক বিতর্কও নতুন করে আলোচনায় আসে। ঘটনাটি ২০০৭ সালের। ফারহা খান পরিচালিত ও শাহরুখ খান অভিনীত ‘ওম শান্তি ওম’ তখন মুক্তির অপেক্ষায়। সিনেমার এক দৃশ্যে শাহরুখকে দেখা যায় মনোজ কুমার স্টাইলে মুখে হাত রেখে প্রিমিয়ার শোতে প্রবেশ করতে—যা অনেকের কাছে ছিল নিছক একটি ব্যঙ্গাত্মক প্যারোডি। কিন্তু প্রবীণ অভিনেতা মনোজ কুমার এতে কষ্ট পান। তিনি নির্মাতাকে অনুরোধ করেন দৃশ্যটি বাদ দিতে। ফারহা খানও অভিনেতার সম্মানে দৃশ্যটি ভারতে মুক্তিপ্রাপ্ত সংস্করণ থেকে বাদ দেন।
তবে তিক্ততা সেখানেই থেমে থাকেনি। শাহরুখ খান পরে এক সাক্ষাৎকারে দুঃখ প্রকাশ করে বলেন,
“আমার উচিত ছিল মনোজ স্যরকে আগেভাগেই জানানো। প্যারোডি করা হলেও সেটা তাঁর মনে কষ্ট দিয়েছে, আমি সত্যিই দুঃখিত।”
কিন্তু ২০১৩ সালে জাপানে মুক্তিপ্রাপ্ত সিনেমার আন্তর্জাতিক সংস্করণে সেই দৃশ্যটি সম্পাদনা না করেই রাখা হয়। এতে মনোজ কুমার মারাত্মক ক্ষুব্ধ হন এবং ফের আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন। এবার আর মাফ নয়—তিনি শাহরুখ খান ও প্রযোজনা সংস্থা এরোজ ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেন। তাঁর আইনজীবীর ভাষায়, “ছয় বছর আগে ভুল স্বীকার করেও একই কাজ পুনরায় করায় মনোজ কুমার এবার আর কাউকে ছাড়ছেন না।”
দীর্ঘ আইনি লড়াইয়ের পর যদিও মনোজ কুমার নিজেই মামলা প্রত্যাহার করে নেন, তবুও শাহরুখ ও মনোজ কুমারের সম্পর্কের মাঝে একটা তিক্ত স্মৃতি থেকে যায়। মনোজ কুমারের মৃত্যুর খবর প্রকাশের পর ফারহা খান ব্যক্তিগতভাবে তাঁর বাসায় ছুটে যান। সঙ্গে ছিলেন ভাই সজিদ খান। তবে সেই মুহূর্তে ‘কিং’ ছবির শুটিং ও আইপিএল ব্যস্ততার কারণে শাহরুখ খান সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবুও তাঁর বার্তায় উঠে এসেছে এক গভীর শ্রদ্ধা, যেখানে সব মনোমালিন্য, বিতর্ক ও পুরনো ক্ষোভ ছাপিয়ে ভেসে উঠেছে একজন কিংবদন্তিকে চিরকাল ‘ভারত’ রূপে স্মরণ করার হৃদয়ছোঁয়া মানসিকতা।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest