প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫
ডেস্ক রিপোর্ট:পাকিস্তানি বিনোদন জগতে পরিচিত মুখ সাবা কামার হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (৩ আগস্ট) করাচির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এই অভিনেত্রী ও মডেলকে। প্রাথমিক উদ্বেগ থাকলেও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়, বুকে ব্যথা অনুভব করার পরপরই সাবা কামারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিনিয়র হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মুমতাজ শাহ’র নেতৃত্বে একটি চিকিৎসক দল তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালান। পরীক্ষার ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হলে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। হাসপাতালের একটি সূত্র জানায়, আপাতত সাবার শারীরিক অবস্থা ভালো, এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকদের মতে, দ্রুত হাসপাতালে নেওয়ার ফলে জটিলতা এড়ানো সম্ভব হয়েছে। পাকিস্তানের টেলিভিশন ও চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল নাম সাবা কামার। ২০০৫ সালে “ম্যায় আওরাত হুন” নাটকের মাধ্যমে তাঁর টেলিভিশন ক্যারিয়ারের সূচনা। এরপর ‘দাস্তান’, ‘মাত’, ‘পানি জাইসা পিয়ার’ ও ‘বাঘি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দ্রুত দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। শুধু ছোটপর্দায় নয়, সাবা কামার বড়পর্দাতেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন। বলিউড অভিনেতা ইরফান খানের সঙ্গে “হিন্দি মিডিয়াম” (২০১৭) ছবিতে অভিনয় করে ভারত ও পাকিস্তানে সমানভাবে প্রশংসিত হন। পরবর্তীতে ‘লাহোর সে আগে’ ও ‘কমলি’-র মতো স্থানীয় চলচ্চিত্রেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন তিনি।অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও উপস্থাপনাতেও সক্রিয়। তাঁর বহুমুখী প্রতিভা, পরিশ্রম ও অভিনয়শৈলী তাঁকে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সাবা কামারের আকস্মিক শারীরিক অসুস্থতার খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লেও, দ্রুত চিকিৎসা ও অবস্থার উন্নতির খবরে কিছুটা স্বস্তি ফিরেছে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest