প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫
ডেস্ক রিপোর্ট: বিশ্ব সিনেমার সর্ববৃহৎ ও মর্যাদাসম্পন্ন উৎসবগুলোর একটি, কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের জন্য নির্বাচিত অফিসিয়াল সিনেমাগুলোর নাম প্রকাশ হয়েছে। গত বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে এক সংবাদ সম্মেলনে উৎসবের প্রেসিডেন্ট আইরিস নোবলোখ ও জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো এ তালিকা ঘোষণা করেন। চলতি বছরের কান উৎসব অনুষ্ঠিত হবে ১৩ থেকে ২৪ মে পর্যন্ত, ফ্রান্সের কান সৈকতে। ২০২৫ সালের এই আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র, যেগুলোর মধ্যে রয়েছে বিখ্যাত নির্মাতাদের নতুন কাজ, পাশাপাশি বেশ কিছু নতুন নির্মাতার অভিষেক চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’Ñপ্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।
উদ্বোধনী চলচ্চিত্র (আউট অব কম্পিটিশন)
পার্তির উঁ জুর
পরিচালনা: আমেলি বোনাঁ (প্রথম চলচ্চিত্র)
মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত চলচ্চিত্র
দ্য ফিনিশিয়ান স্কিম- ওয়েস অ্যান্ডারসন
এডিংটন- আরি অ্যাস্টার
জ্যুন মেয়ের- দারদেন ভাইয়েরা
আলফা- জুলিয়া দুকোর্নো
রেনোয়ার- হায়াকাওয়া চিয়ে
দ্য হিস্টোরি অব সাউন্ড- অলিভার হারমানাস
লা পেতিত দার্নিয়ের- হাফসিয়া হারজি
সিরাত- অলিভার লাক্সে
নিউ ওয়েভ- রিচার্ড লিঙ্কলেটার
টু প্রসিকিউটরস- সের্গেই লোজনিৎসা
ফুয়োরি- মারিও মার্তোনে
ও সেক্রেতো আজেন্তে- ক্লেবার মেন্ডোনসা ফিলো
দোসিয়ে ১৩৭- ডমিনিক মল
অঁ সিম্পল আসিদঁ- জাফর পানাহি
দ্য মাস্টারমাইন্ড- কেলি রেইচার্ড
ঐগলস অব দ্য রিপাবলিক- তারিক সালেহ
সাউন্ড অব ফলিং- মাসচা শিলিনস্কি
রোমেরিয়া- কারলা সিমোন
সেন্টিমেন্টাল ভ্যালু- জোয়াকিম ট্রিয়ের
আঁ সার্তে রিগা
লা মিস্তেরিওসা মিরাদা দেল ফ্লামেঙ্কো- দিয়েগো সেসপেদেস
মেতেওরস- হুবার শারুয়েল
মাই ফাদার্স শ্যাডো- আকিনোলা ডেভিস জুনিয়র
ল্যাঁকোনু দ্য লা গ্রঁদ আর্শ- স্তেফান দেমুস্তিয়ে
আর্চিন- হ্যারিস ডিকিনসন
হোমবাউন্ড- নীরজ ঘেওয়ান
তোই ইয়ামানামিনো হিকারি- ইশিকাওয়া কেই
এলেনর দ্য গ্রেট- স্কারলেট জোহানসন
কারাভান- জুজানা কির্চনারোভা
পিলিয়ন- হ্যারি লাইটন
আইশা ক্যান্ট ফ্লাই অ্যাওয়ে- মোরাদ মোস্তাফা
ওয়ান্স আপন আ টাইম ইন গাজা- আরব ও তারজান নাসের
দ্য প্লেগ- চার্লি পোলিঞ্জার
প্রমিসড স্কাই- এরিজ সেহিরি
লে চিত্তা দি পিয়ানুরা- ফ্রানচেস্কো সোসাই
তেস্তা ও ক্রোচে?- মাত্তেও জপ্পিস ও আলেস্সিও রিগো দে রিঘি
আউট অব কম্পিটিশন
কালারস অব টাইম- সেদ্রিক ক্লাপিশ
লা ফেম লা প্লু রিশ দু মন্ড- থিয়েরি ক্লিফা
মিশন: ইম্পসিবল- দ্য ফাইনাল রেকনিং- ক্রিস্টোফার ম্যাককুয়ারি
ভি প্রিভে- রেবেকা জ্লতোভস্কি
মিডনাইট স্ক্রিনিংস
ড্যালোয়ে- ইয়ান গোজলান
এক্সিট ৮- কাওয়ামুরা জেনকি
ফেং লিন হু শান- ম্যাক জুনো
কান প্রিমিয়ার
আমরুম- ফাতিহ আকিন
স্প্লিটসভিল- মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো
লা ওলা- সেবাস্তিয়ান লেলিও
কনেমারা- আলেক্স লুটজ
অরওয়েল: ২+২=৫- রাউল পেক
দাস ফেরশভিন্ডেন দেস যোজেফ মেনগেলে- কিরিল সেরেব্রেনিকভ
বিশেষ প্রদর্শনী
স্টোরিজ অব সারেন্ডার- বোনো
টেল হার দ্যাট আই লাভ হার- রোমেন বোহরিঞ্জার
আ ম্যাগনিফিসেন্ট লাইফ- সিলভাঁ শোমে
বলা দরকার, এবারের উৎসবের প্রথম দিন, উদ্বোধনী আসরে আজীবন সম্মাননা তথা গৌরবসূচক পাম দ’র প্রদান করা হবে কিংবদন্তি মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক রবার্ট ডি নিরোকে। সঙ্গে আরও একটি মার্কিনি চমক থাকছে ফরাসি এই উৎসবে। উৎসবের দ্বিতীয় দিন লালগালিচা হয়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হাজির
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest