প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫
ডেস্ক রিপোর্ট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রায় তিন দশক পর আবারও ফিরে আসছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের উচ্ছ্বাস। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। যদিও প্রধান নির্বাচন কমিশনারের নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে দ্রুতই ঘোষণা আসবে বলে জানিয়েছে প্রশাসন।উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন,“শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া এ নির্বাচন সফল হবে না। আমরা চাই, সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিক এবং তাদের প্রতিনিধি নির্বাচন করুক। নির্বাচিতরা যেন শিক্ষার্থীদের দাবি ও প্রত্যাশা প্রশাসনের কাছে তুলে ধরতে পারে।”বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি চলছে, যা অক্টোবরের মাঝামাঝি শেষ হবে। এরপরই নির্বাচন কমিশন রোডম্যাপ প্রকাশ করবে এবং হলে হলে সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে।শিক্ষার্থীদের মূল দাবি হলো-একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। তাদের মতে, নির্বাচন কমিশনকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থেকে ন্যায়সঙ্গত ভূমিকা রাখতে হবে, যাতে সবার আস্থা অর্জিত হয়।ছাত্র উপদেষ্টা মো. এছাক মিয়া জানান, কমিশন গঠনে দক্ষ ও সৎ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। “আমরা চাই, যে কাউকে দায়িত্ব দেওয়া হবে তিনি যেন ছাত্রসংগঠনগুলোর আস্থাভাজন হতে পারেন,”বলেন তিনি।উল্লেখ্য, শাবিপ্রবিতে সর্বশেষ শাকসু নির্বাচন হয়েছিল ১৯৯৭ সালে। এর আগে ১৯৯৩ সাল থেকে টানা তিনবার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু দীর্ঘ ২৮ বছর ধরে শাকসুর কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে এই নির্বাচনকে ঘিরে প্রত্যাশা ও উত্তেজনা তুঙ্গে উঠেছে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest