প্রকাশিত: ৮:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩
নিউজ ডেস্ক: ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে হত্যার হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়েছে। সন্দেহভাজন হুমকিদাতার পরিচয় পুলিশ শনাক্ত করতে পেরেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়।
গত শুক্রবার পাঠানো সেই ইমেইলে মুকেশ আম্বানিকে বলা হয়, ‘আপনি যদি আমাদের ২০ কোটি রুপি না দেন, তাহলে আপনাকে হত্যা করা হবে। ভারতের সেরা কয়েকজন শুটার আছে আমাদের হাতে।’
মুকেশ আম্বানির নিরাপত্তা কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের গামদেভি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ (চাঁদাবাজির উদ্দেশ্যে কাউকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতি প্রদর্শন) এবং ৫০৬ (২) ধারায় (অপরাধমূলক ভীতি প্রদর্শন) অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
এনডিটিভির প্রতিবেদনে এসেছে, ইমেইলটি আসার পরপরই মুম্বাই পুলিশের কাছে অভিযোগ জানান মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলার নিরাপত্তা কর্মকর্তারা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতিমধ্যে হুমকিদাতা ব্যক্তিকে শনাক্তও করেছে পুলিশ। হুমকিদাতার নাম শাদাব খান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তারা।
মুকেশ আম্বানিকে লক্ষ্য করে অবশ্য এটিই প্রথম হুমকি নয়। গত বছর মুকেশ আম্বানি এবং তার পরিবারের সদস্যদের মৃত্যুর হুমকি দেওয়ায় বিহারের দরভাঙ্গা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযুক্ত সেই ব্যক্তির নাম রাকেশ কুমার মিশ্র। তিনি মুকেশ আম্বানির পরিবার এবং মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন।
২০২১ সালে দক্ষিণ মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলার বাইরে একটি স্করপিও গাড়িতে পাওয়া যায় ২০টি বিস্ফোরক জেলাটিন লাঠি এবং একটি চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, এটা স্রেফ ট্রেলার।
২০২৩ সালের অক্টোবরে ফোর্বসের প্রতিবেদন অনুসারে, মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮ হাজার ৮৫০ কোটি ডলার। তিনি এশিয়ার শীর্ষতম এবং বিশ্বের ৯ম ধনী।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest