আওয়ামী লীগও অনড়, সমাবেশ বায়তুল মোকাররমের গেটেই

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩

আওয়ামী লীগও অনড়, সমাবেশ বায়তুল মোকাররমের গেটেই

নিউজ ডেস্ক: ২৮ অক্টোবর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই সমাবেশ করবে আওয়ামী লীগ। পুলিশের দেওয়া চিঠির জবাবে দলটি বলেছে, তাদের সকল প্রস্তুতি সম্পন্ন। অল্প সময়ের মধ্যে অন্য কোথাও সমাবেশের ভেন্যু করা দূরূহ।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে পুলিশকে এ কথা জানায় দলটি।

এর আগে গতকাল বুধবার (২৫ অক্টোবর) রিয়াজ উদ্দিনের কাছে বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য চেয়েছিল পুলিশ।

পুলিশকে আওয়ামী লীগ জানিয়েছে, সমাবেশে দুই লাখ লোক সমাগম হবে, সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হবে সহ সাতটি বিষয় জানিয়েছে।

এছাড়া তারা বলেছে, ২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সকল প্রস্তুতি সম্পন্ন, অল্প সময়ের মধ্যে অন্য কোথাও সমাবেশের ভেন্যু করা দূরূহ।

এদিকে, ২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েরর সামনে মহাসমাবেশের বিষয়ে অনড় বিএনপি। পুলিশের দেওয়া চিঠির জবাবে দলটি বলেছে, ‘তারা নয়াপল্টনেই মহাসমাবেশ করবে। তাদের সকল প্রস্তুতি সম্পন্ন। অন্য কোনো ভেন্যু যাওয়া সম্ভব না।’

অন্যদিকে, একই দিনে শাপলা চত্বরে মহাসমাবেশ করার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের ভারপ্রাপ্ত আমীর মুজিবুর রহমান।