দলকে ভারতে রেখে হঠাৎ ঢাকায় সাকিব

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

দলকে ভারতে রেখে হঠাৎ ঢাকায় সাকিব

ক্রীড়া ডেস্ক: দলকে ভারতে রেখে হঠাৎ করেই ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। আজ সকালে ঢাকায় এসে পৌঁছান বাংলাদেশ অধিনায়ক।

বিদেশ-বিভুঁইয়ে দলছুট হয়ে দেশে ফেরা সাকিবের জন্য অবশ্য নতুন কিছু নয়। এই তো গত এশিয়া কাপ চলার সময়ও শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে এসেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপে যখন একের পর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ, তখন কী এমন জরুরি দরকার পড়ল যে, দেশে ফিরে আসতে হবে অধিনায়ককে!

বাজে ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। চলতি বিশ্বকাপে ৪ ম্যাচে ১৪.০০ গড়ে করেছেন মাত্র ৫৬ রান। বল হাতেও যে খুব সফল, তেমনটি বলা যাবে না। চার ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। চোট থেকে ফিরে গতকাল মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেললেও দেখা যায়নি তাঁর অলরাউন্ড নৈপুণ্য। দলও হেরেছে বড় ব্যবধানে।

দলকে ভারতে রেখে ফিরলেও ছন্দে ফেরার একটা তাগিদ থেকেই দেশে ফিরেছেন সাকিব। সকালে ঢাকায় পা রেখেই তাই দুপুরে ছুটে গিয়েছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ইনডোরে কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করছেন তিনি।

কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের পরের ম্যাচ ২৮ অক্টোবর, নেদারল্যান্ডসের বিপক্ষে। সে ম্যাচের আগের দিন অর্থাৎ ২৭ অক্টোবরই কলকাতায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান।