প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩
নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এই দেশ সকলের। আপনারা কখনো নিজেদের ছোট মনে করবেন না।’
আজ রোববার রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা পরিদর্শনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘সব সময় মনে করবেন এই মাটি আপনাদের। এই মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন। এখানে আপনারা সকল অধিকার নিয়েই বসবাস করবেন। আমরা ক্ষমতায় থাকতে সেই নিশ্চয়তা আমরা দিয়ে থাকি এবং পাশে আমরা থাকব। আমরা চাই দেশ এগিয়ে যাক। সকলেই সুন্দরভাবে বসবাস করুন।’
সারা আনন্দঘন পরিবেশে দূর্গা উৎসব পালিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সারা বাংলাদেশে হাজার হাজার পূজামণ্ডপ হয়েছে। সকলে শান্তিপূর্ণভাবে পূজা করতে পারছেন। অথচ এদেশে একসময় এমনও ঘটনা ঘটেছিল যে পূজা না করে শুধু ঘর পূজা করতে হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা সংবিধানে সকল ধর্ম বর্ণের সমান অধিকার নিশ্চিত করেছিলেন। সেখানে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সকল ধর্মের মানুষ যার যার ধর্ম সে সে পালন করবে সেটা নিশ্চিত করেছেন। কিন্তু ৭৫ এ জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিলো তারা অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করে দিয়েছিল।’
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংবিধান সংশোধন করে আবার ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত করেছি। সকল ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, পূজামণ্ডপে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। সেই সঙ্গে আমাদের সংগঠনের নেতা–কর্মীদের নির্দেশ দিয়েছি যার যার অবস্থান থেকে সব রকমের শান্তি বজায় রাখতে কাজ করতে।
আমাদের খাদ্যের কোন অভাব নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যদিও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার ফলে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। বিশ্বব্যাপী প্রচন্ড খাদ্যমন্দা। বাংলাদেশকেও একই ধাক্কা সামাল দিতে হচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।’
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest