‘সিলেট তোরণ’ উদ্বোধন করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩

‘সিলেট তোরণ’ উদ্বোধন করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

নিউজ ডেস্ক: নগরের প্রবেশদ্বার লাক্কাতুরা চা বাগান এলাকায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর সড়কের পাশে নির্মিত ‘সিলেট তোরণ’ উদ্বোধন করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

গত শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশন নির্মিত ‘সিলেট তোরণ’ উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আধ্যাত্মিক ও পর্যটন নগর সিলেটে আসা পর্যটকদের স্বাগত জানাতে ‘সিলেট তোরণ’ নির্মাণ করা হয়েছে।

এ অঞ্চলের পরিবেশ, প্রকৃতি ও ঐতিহাসিক বিষয়গুলোকে স্থাপথ্যশৈলীর মাধ্যমে তোরণটিতে ফুটিয়ে তোলা হয়েছে।

তোরণটির নকশায় সিলেট অঞ্চলের মনোরম প্রাকৃতিক মনোরম পরিবেশ, সবুজের সমারোহ, পানি, পাথর ও ঝর্ণার সৌন্দর্য্য সন্নিবেশিত করা হয়। নকশায় জৈন্তাপুরের প্রাগৈতিহাসিককালের মেগালিথিক পাথরকেও প্রতীকিভাবে উপস্থাপন করা হয়।

‘সিলেট তোরণ’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী, প্রধান প্রকৌলশী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাঠোয়ারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।