মৌলভীবাজার শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা

প্রকাশিত: ৭:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

মৌলভীবাজার শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা

নিউজ ডেস্ক:

গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো

২০১৯, ২০২০ ও ২০২১ সালের এ গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা পেয়েছেন ১৪ জন ব্যক্তি ও একটি সংগঠন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেশিএ, মৌলভীবাজারের সাধারণ সম্পাদক জনাব এম এমদাদুল হক মিন্টু। অতিথিবৃন্দ ও গুণীজনদের ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করেন জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও প্রশিক্ষকবৃন্দ।

মাননীয় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, পৌরসভার মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।

২০১৯ সালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা পেয়েছেন সৃজনশীল সংস্কৃতি গবেষক সৈয়দ মোহিবুল আমীন, নাট্যকলায় নাট্যকার আব্দুল মতিন, কণ্ঠসংগীতে তৃপ্তি চক্রবর্তী, লোকসংস্কৃতিতে রামকৃষ্ণ সরকার, আঞ্চলিক সৃজনশীল সংগঠক হিসেবে কমলকলি চৌধুরী।

২০২০ সালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা পেয়েছেন লোকসংস্কৃতিতে গীতশ্রী চন্দ্রমোহন সিংহ, নাট্যকলায় মীর লিয়াকত আলী, কণ্ঠসংগীতে গৌরহরি চ্যাটার্জি, চলচ্চিত্রে গোলাম কবির ও সৃজনশীল আঞ্চলিক সংগঠন হিসেবে ঐক্যতান শিল্পী গোষ্ঠী।

২০২১ সালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা পেয়েছেন লোকসংস্কৃতিতে মো. সিরাজ উদ্দিন, নাট্যকলায় তপন চৌধুরী, নৃত্যকলায় প্রদীপ চন্দ্র নাহা, কণ্ঠসংগীতে আয়াজ বাঙ্গালী ও স্থিরচিত্র শিল্পী হিসেবে (ফটোগ্রাফি) রণজিৎ দত্ত জনি।
তাদের সকলকে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে রইলো আন্তরিক অভিনন্দন।

মিলনায়তন পূর্ণ ছিলো দর্শকে, সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সঙ্গীত, নৃত্য, ধামাইল নাচ, ম্যাজিক শো ও নাট্যপ্রশিক্ষক সুশিপ্তা দাশের রচনা ও পরিচালনায় পরিবেশিত হয় শিশুদের নাটক ‘অমল আকাশ হতে চায়’।

অনুষ্ঠানে শব্দ ও আলোক প্রক্ষেপণে মো. মিজানুর রহমান ও মো. জহিরুল ইসলাম, মঞ্চ ব্যবস্থাপনা বিদ্যাসাগর কৈরী ও মো. উজ্জ্বল মিঞা।
সূত্রঃ শিল্পকলা একাডেমীর ফেসবুক পেইজ!