আটলান্টিক সিটিতে ২৩ মার্চ ,রবিবার বিএএসজের আন্তঃধর্মীয় ইফতার মাহফিল

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫

আটলান্টিক সিটিতে ২৩ মার্চ ,রবিবার বিএএসজের আন্তঃধর্মীয় ইফতার মাহফিল

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী:

নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে ‘আন্তঃধর্মীয় ইফতার মাহফিল’ এর আয়োজন করা হয়েছে।

আগামী ২৩ মার্চ, রবিবার আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ১৬ উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে এই “আন্তঃধর্মীয় ইফতার মাহফিল” অনুষ্ঠিত হবে ।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক ‘আন্তঃধর্মীয় ইফতার মাহফিল’ এ অংশগ্রহন করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ