প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫
অনলাইন ডেস্ক:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজের অধীনেই রাখতে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। আজ রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। আখতার আহমেদ বলেছেন, ‘আজকে (রোববার) চিঠি পাঠিয়েছি।’
চিঠিতে কী উল্লেখ করা হয়েছে, জানতে চাইলে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘এই সেবা আমরা আমাদের এখানে রাখতে চাই। ২০০৭ সাল থেকে এটি গড়ে তোলা হয়েছে। আমাদের এখানে অভিজ্ঞ জনবল, প্রযুক্তি, এ কাজ করার অভিজ্ঞতা আছে। তাই এই সেবা দেওয়ার প্রকৃত হকদার নির্বাচন কমিশন, এসব চিঠিতে উল্লেখ করা হয়েছে।’
চিঠি চারজনকে দেওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিবের কাছে পাঠানো হয়েছে।’
এর আগে সোমবার এনআইডি, জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবা এক জায়গা থেকে দিতে সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশের খসড়া নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এ খসড়াটি করে।
বিষয়টি জানার পর গত বুধবার সভা করে ইসির কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। বিষয়গুলো ইসির অধীনে রাখার দাবি জানিয়ে পরদিন বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিইসির কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
পরে ওই দিন (বৃহস্পতিবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়া সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে আমি শুনিনি। আলাপ আলোচনা হয়েছে। কীভাবে হতে পারে, সে আলোচনা হয়েছে। আমরা লিখিতভাবে সরকারকে জানাব যে- এটা ইসির অধীনে থাকা উচিত।’
সিইসি আরও বলেন, ‘আমরা আমাদের মতামত জোরালোভাবে তুলে ধরব। যেখানে যেখানে মতামত দেওয়া দরকার, দেবো। আমাদের পুরো কমিশন এটা চায়।’
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest