রাশিয়াকে আবার জি৭ জোটে ফেরাতে চান ট্রাম্প

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

রাশিয়াকে আবার জি৭ জোটে ফেরাতে চান ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, রাশিয়াকে জি-৭ জোটে ফিরিয়ে আনতে তিনি আগ্রহী। রাশিয়াকে বহিষ্কার করাটা ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের আগ পর্যন্ত শিল্পোন্নত দেশগুলোর এই জোটের সদস্য ছিল রাশিয়া। তখন জোটটি জি ৮ নামে পরিচিত ছিল। ক্রিমিয়া দখলের পর মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে জোটটি জি-৭ নামে পরিচিত।

হোয়াইট হাউসে নতুন শুল্কের ঘোষণা দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি চাই তারা ফিরে আসুক। আমি মনে করি, তাদের বহিষ্কার করা ভুল ছিল। দেখুন, এটা রাশিয়াকে পছন্দ করার বা না করার প্রশ্ন নয়। এটা ছিল জি-৮।’‘আমি বলেছিলাম, তোমরা কী করছ? তোমরা সবাই শুধু রাশিয়া নিয়ে কথা বলছ, অথচ তাদের টেবিলে থাকা উচিত। আমার মনে হয়, পুতিনও ফিরে আসতে চাইবেন,’ ট্রাম্প আরও বলেন। এ বছর জি-৭ এর সভাপতি কানাডা। ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে কানাডার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স।

এ সংক্রান্ত আরও সংবাদ