প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
ইন্টারন্যাশনাল ডেস্ক: কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ব্যারিস্টার গহর খান বলেছেন, নির্বাচনে দলটির সমর্থিত জয়ী স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দেবেন। সোমবার তিনি এই ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। ব্যারিস্টার গহর খান বলেছেন, আমাদের প্রার্থীরা আমাদের কাছে সমর্থন জানিয়ে তাদের হলফনামা পাঠিয়েছেন। আমরা ঘোষণা দিচ্ছি যে, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগদান করছেন। কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়াতে জয়ী স্বতন্ত্ররা দলটিতে যোগ দেবেন। পার্লামেন্টারি কৌশল হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার গহর এই ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন পিটিআইয়ের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ওমর আইয়ুব খান, এসআইসি চেয়ারম্যান শাহিবজাদা হামিদ রাজা এবং মজলিশ ওয়াহাদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম) সেক্রেটারি জেনারেল আল্লামা রাজা নাসির আব্বাস। পিটিআই নেতা স্পষ্ট করে বলেছেন, এসআইসির সঙ্গে একটি আনুষ্ঠানিক সমঝোতায় পৌঁছেছে তার দল এবং তা আজকেই নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। তিনি বলেন, জাতীয় পরিষদে ৭০টি সংরক্ষিত আসন এবং দেশজুড়ে ২২৭টি সংরক্ষিত আসন রয়েছে। এই আসনগুলো শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে বণ্টন করা হয়।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest