তেহরানে সেমিফাইনালে ইমরানুর

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪

তেহরানে সেমিফাইনালে ইমরানুর

ডেস্ক রিপোর্ট: ইরানের তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০মিটার স্প্রিন্টে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান সঠিক পথেই আছেন,কেটেছেন সেমিফাইনালের টিকিট। রবিবার তিন নম্বর হিটে ইমরানুর ৬ দশমিক ৬২ সেকেন্ড টাইমিং নিয়ে দ্বিতীয় হয়েছেন। এই হিটে প্রথম স্থান অধিকার করেছেন ওমানের আলী আনওয়ার, তার টাইমিং ৬ দশমিক ৫৬ সেকেন্ড। ইরানের তেহরান থেকে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘ইমরানুর নিজের হিটে দ্বিতীয় এবং চার হিট মিলিয়ে শীর্ষ চার জনের মধ্যে থাকায় সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে।’ আজ ঘণ্টাখানেক পরেই সেমিফাইনালে দুটি হিট হবে, ফাইনালে হবে কাল সোমবার। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এশিয়ান ইনডোরে টানা কারও চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নেই। এদিকে ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের আরেক স্প্রিন্টার রাকিবুলও অংশ নিয়েছিলেন। চার নম্বর হিটে তিনি এক নম্বর লেনে দৌড়েছেন। তার টাইমিং অবশ্য ভালো হয়নি। ৬ দশমিক ৮৭ সেকেন্ড টাইমিংয়ে চতুর্থ হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ