প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
ডেস্ক রিপোর্ট: গত কয়েক বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত অংশ নিচ্ছেন মঈন আলী। বিপিএলে প্রথমবার খেলেছেন ২০১৩ সালে দুরন্ত রাজশাহীর হয়ে। তিন আসর ধরে খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। মঈনের মতে
বাংলাদেশের কন্ডিশনে খেলার অনেক সুবিধা আছে। তরুণ বিদেশি ক্রিকেটারদের এই কন্ডিশনে খেলতে আসা উচিত বলে মন্তব্য তার।এক প্রশ্নের জবাবে মঈন বলেছেন, ‘বাংলাদেশে আসতে সবসময়ই ভালো লাগে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে আসা হয়। অনূর্ধ্ব-১৯ দলের হয়েও বাংলাদেশ সফর করেছি। এই কন্ডিশন সম্পর্কে ধারণা না থাকলে জায়গাটা খুবই কঠিন। তবে একবার অভ্যস্ত হয়ে গেলেই হলো। ভিন্ন ধারার ক্রিকেট। তরুণদের এই কন্ডিশনে খেলতে আসা উচিত যা তাদের খেলার মান উন্নত করবে। কারণ, এটা সহজ না। বাংলাদেশের কন্ডিশনে খেলা খুবই কঠিন।’চলতি বিপিএলে দুর্দান্ত পারফর্ম করছেন মঈন। নিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৪ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। একই ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। এরপর খুলনা টাইগার্সের বিপক্ষে ৪৬ রানে ২ উইকেট পেয়েছেন এই অলরাউন্ডার।বিপিএলের প্রশংসা করে তিনি বলেছেন, ‘এ বছর বেশ ভিন্ন। অনেক ভালো ভালো খেলোয়াড় উঠে আসছে। ভালো মানের বিদেশিরা আছে। তাতে দলগুলোও শক্তশালী হয়ে উঠেছে। এভাবেই লিগ আকর্ষণীয় হয়ে ওঠে। আমাদের ভালো যত্নআত্তি করা হচ্ছে। উইকেটও ভালো। এভাবেই ভালো খেলোয়াড়রা আসতে আগ্রহী হয়।’
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest