আসন ছাড়লেন পাকিস্তান জামায়াতের নেতা

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

আসন ছাড়লেন পাকিস্তান জামায়াতের নেতা

ইন্টারন্যাশনাল ডেস্ক: কারচুপি করে জেতানো হয়েছে এমন অভিযোগ তুলে আসন ছাড়লেন পাকিস্তানি রাজনীতিবিদ হাফিজ নাঈম উর রহমান। গত সপ্তাহের বিতর্কিত জাতীয় নির্বাচনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ
খবর জানিয়েছে। নিজের জয়ের পর সোমবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাফিজ নাঈম উর রহমান বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী সাইফ বারি বেশি ভোট পেয়েছেন। কিন্তু ভোট গণনায় কম দেখানো হয়েছে। তাই আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনি স্বচ্ছতার প্রশ্নে হাফিজ নাঈম বলেন, কেউ যদি অবৈধভাবে আমাদেরকে জেতানোর চেষ্টা করেন তা আমরা মেনে নিবো না। জনগণের রায়ের প্রতি সম্মান জানানো উচিত। তিনি বলেন, জয়ীকে জিততে দাও, পরাজয়ীকে নয়। নির্বাচনি ফল নিয়ে তিনি বলেন, ফলাফলে আমি ২৬ হাজার ভোট পেয়েছি। আর পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফ বারি ৩১ হাজার ভোট পেলেও ফলাফলে দেখানো হয়েছে তিনি ১১ হাজার ভোট পেয়েছেন।
কিন্তু হাফিজ নাঈমের অভিযোগ অস্বীকার করে পাকিস্তানি নির্বাচনি কর্তৃপক্ষ বলেছে, পিএস-১২৯ আসনটি কে নেবেন তা স্পষ্ট নয়।প্রতিবেদন থেকে জানা গেছে, করাচির প্রাদেশিক পরিষদের পিএস-১২৯ আসনে জয়লাভ করেন জামায়াতে ইসলামির হাফিজ নাঈম উর রহমান। ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের দিন অনেক আসনেই সহিংসতা ও ভোট কারচুপির খবর পাওয়া গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ