টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ-নাঈম

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ-নাঈম

ডেস্ক রিপোর্ট: আগামী মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের দুটি সিরিজ খেলবে
বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে একমাসের লম্বা এই দ্বিপাক্ষিক লড়াই।
এই সিরিজের জন্য মঙ্গলবার তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডের জন্য দল ঘোষণা
করেছে বিসিবি। টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাঈম শেখ।
প্রথমবার ডাক পেয়েছেন আলিস আল ইসলাম। দুই স্কোয়াডের কোনোটিতেই নেই সাকিব
আল হাসান ও তামিম ইকবাল।

এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট
খেলবে শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী ১ মার্চ ঢাকায় পা রাখবে তারা। ওইদিনই তারা চলে যাবে
সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে
দুই দলের মাঠের লড়াই। এই সিরিজের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছেন
নির্বাচকরা।

সর্বশেষ খেলা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বেশ কয়েকজন বাদ পড়েছেন।
তারা হলেন রনি তালুকদার, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন,
তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

এ সংক্রান্ত আরও সংবাদ