প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য
প্রয়োজন—এমন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প গ্রহণের পাশাপাশি যেগুলোতে কম অর্থ
খরচ হয়, সেগুলো দ্রুত শেষ করার জন্য মন্ত্রণালয়গুলোকে তাগিদ দিয়েছেন।
তিনি বলেন, ‘আর্থসামাজিক উন্নয়নের জন্য যেসব প্রকল্প গুরুত্বপূর্ণ ও
গ্রহণযোগ্য, সেগুলো আমাদের নিতে হবে। প্রকল্প বাছাই করার সময় সে বিষয়টা
আমাদের একটু দেখা দরকার, যাতে আমরা লক্ষ্যটা অর্জন করতে পারি।’
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরে
এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)
সভায় সভাপতিত্বকালে দেওয়া প্রারম্ভিক ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, ‘যেসব
প্রকল্প অল্প খরচ করলেই দ্রুত শেষ হয়ে যাবে, সেগুলো সম্পন্ন করে ফেলা উচিত।
তাহলে আমরা আবার নতুন প্রকল্প নিতে পারবো। কিছু কিছু প্রকল্পের মেয়াদ বাড়ানো
হয়েছে। তবে আমার মনে হয়, সেগুলোও দ্রুত সম্পন্ন করা উচিত। কারণ, দ্রুত শেষ না
করলে খরচ যেমন বাড়ে, তেমনই অহেতুক কালক্ষেপণ হয়, সেটা যেন আর না হয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বলছি আর্থসামাজিক উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো
গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য, সেগুলো আমাদের নিতে হবে। প্রকল্প বাছাই করার সময় সে
বিষয়টা দেখা দরকার, যাতে আমরা আমাদের লক্ষ্যটা অর্জন করতে পারি।’
তিনি বলেন, ‘আজকে বৈশ্বিক কারণেই কিছু অর্থনৈতিক চাপ রয়েছে। এছাড়া আমরা খুব
ভালোভাবেই এগোচ্ছিলাম। আমাদের প্রবৃদ্ধিও সেভাবে বৃদ্ধি পাচ্ছিল। দেশের
উন্নয়নটা ত্বরান্বিত হচ্ছিল। এ সময় কোভিড-১৯ অতিমারি আসায় বিশ্বব্যাপী
সবকিছু স্থবির হয়ে পড়লো। এরপর যখন আমরা এটি মোকাবিলা করে এর থেকে
উত্তরণ ঘটানোর চেষ্টা করে যাচ্ছি, তখনই এলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, স্যাংশন ও
কাউন্টার স্যাংশন, এখন আবার গাজায় যেভাবে গণহত্যা চলছে এবং আক্রমণ চলছে,
বিশ্বব্যাপীই একটি অশান্ত পরিবেশ। যার কারণে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির পাশাপাশি
পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে। সময়ও বেশি লেগে যাচ্ছে। বহির্বিশ্বের চাপটা নানা
কারণে আমাদের ওপরও এসে পড়েছে।’
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest