প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৪
ইন্টারন্যাশনাল ডেস্ক: একটি ধারাবাহিক নির্বাচনি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে
পাকিস্তান। দীর্ঘ বিলম্ব শেষে নির্বাচনের ফল প্রকাশের পর এবার অস্থিতিশীলতা
দেখা দিয়েছে সরকার গঠন নিয়ে। একদিকে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে কারাবন্দি
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একক সরকার গঠনের
চেষ্টায় রত।
অন্যদিকে, জোট সরকার গঠন নিয়ে দফায় দফায় আলোচনায় বসছে পাকিস্তান পিপলস
পার্টি (পিপিপি) এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। তবে ক্ষমতায়
গেলে প্রধানমন্ত্রী হবেন কে, এই সমস্যার কোনও সুরাহা করতে পারছে না কোনও
পক্ষ। নিজ নিজ দল থেকে প্রধানমন্ত্রী পদের দাবি জানাচ্ছে উভয় দল। তবে গুঞ্জন
উঠেছে, এই সমস্যার সমাধানে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব চাচ্ছে পিপিপি এবং
পিএমএল-এন।
পাওয়ার শেয়ারিং ফর্মুলা বা ক্ষমতা ভাগাভাগি সূত্রের অধীনে ক্ষমতায় বসা নিয়ে
আলোচনা করছে উভয় দল। এই সূত্রের আওতায় পাঁচ বছরের মেয়াদের অর্ধেক সময়ের
জন্য পিপিপি এবং বাকি অর্ধেক সময়ের জন্য পিএমএল-এন তাদের দল থেকে
প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। এই সম্ভাবনা নিয়েই এখন আলোচনা চলছে।
বৈঠকের সঙ্গে জড়িত একটি সূত্রের মতে, ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর কেন্দ্র ও
প্রদেশে জোট সরকার গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে রবিবার প্রথমবারের মতো
আলোচনায় বসে পিপিপি ও পিএমএল-এন নেতারা। এ সময় অর্ধেক মেয়াদের জন্য
প্রধানমন্ত্রী নিয়োগের ধারণাটি প্রথমবার আলোচনা করা হয়েছিল।
এর আগে, ২০১৩ সালে বেলুচিস্তানে পিএমএল-এন এবং ন্যাশনাল পার্টি (এনপি) মিলে
প্রথমবারের মতো ক্ষমতা ভাগাভাগি ফর্মুলার মাধ্যমে সরকার গঠন করেছিল। তখন
দুটি দলের দুই মুখ্যমন্ত্রী পাঁচ বছরের মেয়াদের অর্ধেক সময়ের জন্য পালাক্রমে
দায়িত্ব পালন করেছিলেন।
রবিবার লাহোরের বিলাওয়াল হাউজে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষই সাধারণ নির্বাচনের
পর দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সহযোগিতা করতে নীতিগতভাবে সম্মত
হয়। বৈঠকে পিপিপির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, পিপিপির চেয়ারম্যান
বিলাওয়াল ভুট্টো জারদারি এবং পিএমএল-এন’র পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী
শাহবাজ শরিফ উপস্থিত ছিলেন।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest