প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩
অনালাইন ডেস্ক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো সংঘাত হলে, সংঘাতকারী যেই দলেরই হোক তার রেহাই নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন আ. লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর ) পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি জেলায় নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দেশে ভোটের অধিকার আওয়ামী লীগই প্রতিষ্ঠিত করেছে উল্লেখ করেন শেখ হাসিনা বলেন, ভোটের অধিকার অব্যাহত থাকবে। আপনাদের সতর্ক থাকতে হবে-কেউ যাতে সংঘাত-সন্ত্রাস করতে না পারে। সেই দিকে সবাই সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।
বিএনপির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ওরা তো ভোট চুরির সুযোগ না থাকায় আসেনি। বিএনপি আসেনি একটাই কারণে, ভোট চুরির সুযোগ নেই তাই। ২০০৮ সালে পারে নাই, তাই এখন ভোট বাতিল করতে চাই, বর্জন করতে চাই। সেটা তাদের ইচ্ছা, যার যার দলের ইচ্ছা। আমরা নির্বাচনে বিশ্বাস করি, জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। জনগণের ক্ষমতায়ন আমরাই নিশ্চিত করেছি।
শেখ হাসিনা বলেন, ৭ জানুয়ারি নির্বাচন। জনগণ ভোট দেবে, ভোটের মালিক জনগণ। এটা তাদের সাংবিধানিক অধিকার, আমরা এটা উন্মুক্ত করেছি। আমাদের নৌকার প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থীও আছে, অন্যান্য দলও আছে। প্রত্যেকে জনগণের কাছে যাবেন, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে।
প্রার্থীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ কারও অধিকারে হস্তক্ষেপ করবেন না। এখানে কোনো রকম সংঘাত-সহিংসতা আমি দেখতে চাই না। কোনো সংঘাত হলে, দলের কেউ যদি করে তাদেরও রেহাই নেই! যথাযথ ব্যবস্থা নেব, সেটা মনে রাখবেন।
আ. লীগ সভাপতি বলেন, আমরা চাই জনগণ তার ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে। তাঁরা যাকে খুশি তাঁকে পছন্দ করবে, তাঁকে ভোট দেবে, সেই জয়ী হয়ে আসবে।
শেখ হাসিনা বলেন, গণতন্ত্রকে আরও সুদৃঢ় আমাদের করতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে, ভবিষ্যতে কী হবে? বাংলাদেশ শেষ হয়ে যাবে! বাংলাদেশে অনেক উন্নতি করেছি, তা থাকবে না।
দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, ‘নৌকা নূহ নবীর নৌকা, বিপদে মানুষের একমাত্র বাহন হচ্ছে নৌকা। এখনো রাস্তাঘাট যতই করি, বন্যা হলে উদ্ধার করতে নৌকাই ভরসা, সেটাই মাথায় রাখতে হবে।’
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন নিয়ে যাতে কেউ কোনো অভিযোগ আনতে না পারে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন। নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকতে হবে। ভোটারের অংশগ্রহণ থাকতে হবে। কোন দল আসলো, না আসলো তাতে কিচ্ছু যায় আসে না।
দলের সভাপতি বলেন, আপনারা সুষ্ঠুভাবে নির্বাচন করবেন। নিজের দলের মধ্যে ঐক্য রাখবেন। যত প্রার্থী আছে সকলেই জনসংযোগ করুক, স্বাধীনভাবে। জনগণকে সুযোগ দেবেন তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দেবে। তাতে গণতন্ত্র আরও বেশি শক্তিশালী হবে। যারা নির্বাচনে এসেছে সকলকে ধন্যবাদ জানাই।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest