প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩
অনলাইন ডেস্ক:
দেশের দ্বিতীয় সর্বোচ্চ করদাতা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হলেন মেসার্স মোঃ জামিল ইকবাল এর ম্যানেজিং পার্টনার এবং এনআরবি ব্যাংক লিমিটেড এর পরিচালক জনাব মোহাম্মদ জাহেদ ইকবাল।
২০২২-২০২৩ কর বছরে ফার্ম ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন সিলেটের একমাত্র স্বনামধন্য নির্মাণশিল্প ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স মোঃ জামিল ইকবাল।
বুধবার (২০ ডিসেম্বর ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত ২০২২-২০২৩ কর বছরের “জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান” অনুষ্ঠানে মেসার্স মোঃ জামিল ইকবাল এর ম্যানেজিং পার্টনার জনাব মোহাম্মদ জাহেদ ইকবাল এর নিকট ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য উক্ত প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে ফার্ম ক্যাটাগরিতে ২০২০-২০২১ কর বছরে দ্বিতীয় এবং ২০২১-২০২২ কর বছরে তৃতীয় সেরা করদাতার সম্মান অর্জন করেন। বিগত বছরগুলোতে ব্যক্তি পর্যায়ে মোঃ জামিল ইকবাল সাতবার সিলেট অঞ্চলের সেরা করদাতা সম্মাননা পেয়েছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয় এর অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ জাহেদ ইকবাল জানান ব্যবসা শুরুর সাথে সাথে আয়কর দাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। ব্যবসায় যত এগিয়েছে কর দেওয়া ততই বাড়িয়েছি। বিগত বছরগুলোতে আমরা সাতবার সিলেট অঞ্চলের সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছি। এবারও জাতীয় পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ করদাতা নির্বাচিত হওয়ায় দেশের একজন সুনাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। আমরা সবাই যদি সঠিকভাবে কর প্রদান করি তাহলে আমাদের দেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে অবস্থান আরো মজবুত করবে।
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আকাখাজনা (বড়বাড়ি) নিবাসী মরহুম আশহাক আহমেদ ও হবিবুন্নেছা চৌধুরীর পুত্র মোহাম্মদ জামিল ইকবাল ও মোহাম্মদ জাহেদ ইকবাল দীর্ঘদিন থেকে সারাদেশে নির্মাণশিল্প ব্যবসা পরিচালনা করে আসছেন।
বর্তমানে মেসার্স মোঃ জামিল ইকবাল কোম্পানিতে প্রায় সাত হাজার কর্মী কর্মরত আছেন।
নির্মাণশিল্প ব্যবসার পাশাপাশি মোঃ জাহেদ ইকবাল এনআরবি ব্যাংক লিমিটেড এর পরিচালক এবং কনস্ট্রাকশন মেশিনারিজ আমদানিকারক।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest