প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৩
অনলাইন ডেস্ক:
নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৪ সালের দিকে আওয়ামী লীগের সঙ্গে আরও বেশ কয়েকটি দল মিলে ১৪ দলীয় জোট বা মহাজোট গঠন করে। ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সেই ১৪ দলীয় জোটের শরিকদের আওয়ামী লীগের প্রয়োজন আছে কি না বিষয়টি নিয়ে এখনো ভাবছে জোটে বড় শরিক আওয়ামী লীগ। এমনটাই জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী ১৪ দলীয় জোটের চেয়ারম্যান। এখন শরিক সংক্রান্ত সিদ্ধান্ত আমাদের হয়নি। শরিকদের আমাদের প্রয়োজন আছে কি না সেটা এখনো ঠিক করিনি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জোটের বিপরীতে জোট হবে। এখানে আমাদের প্রতিপক্ষ যদি একটা বড় জোট করে, সেখানে তার বিপরীতে আমাদের জোট হবে। তা ছাড়া আমাদের কেন অহেতুক জোট করতে হবে। প্রয়োজন না থাকলে তো জোট করব না। আর জোট করব যাদের নিয়ে তাদের তো গ্রহণযোগ্যতা থাকতে হবে মানুষের কাছে।’ এ সময় তিনি বলেন, ‘আমি একটা দল করি, জোটে আছি; নির্বাচনে অংশ নিলেই জিতব এমন গ্যারান্টি তো নেই।’
আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নতুন ও পুরাতন মিলিয়ে আমরা মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরোনোদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে গেছে সেখানে তো আমাদের নতুন করে ভাবতে হবে। কারণ সেখানে বিজয়ী হওয়ার মতো প্রার্থী আমাদের দরকার।’
এ সময় আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের মানদণ্ডের ইঙ্গিত দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিজয়ী হওয়ার প্রার্থীই হচ্ছে বিচারের মানদণ্ড। যার যার যোগ্যতা অনুযায়ী পাশ করতে হবে। এ ছাড়া কতজন বাদ দেব, কতজন আনব এ ধরনের চিন্তা আমাদের নেই। আমাদের মাথায় যে বিষয়টি আছে তা হলো—কাকে দিলে আমাদের দলীয় প্রার্থী জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য হবে তাঁকে বাছাই করা।’
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest