প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৩
ক্রীড়া ডেস্ক:
হার্দিক পান্ডিয়ার আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসের হয়েই। মাঝে দুই মৌসুম গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন তিনি। ২০২৪ আইপিএল শুরু হতে যখন বাকি আর কয়েক মাস, তখন আবারও পুরোনো ফ্র্যাঞ্চাইজি মুম্বাইয়ে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে।
ক্রিকইনফো জানতে পেরেছে, পান্ডিয়া গুজরাট টাইটানস ছাড়তে যাচ্ছেন এবং মুম্বাই ইন্ডিয়ানসে ফিরছেন। হার্দিকের বেতন হিসেবে মুম্বাইকে ১৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা) দিতে যাচ্ছে গুজরাট। সঙ্গে ট্রান্সফার ফি তো থাকছেই। তবে সেই অঙ্কটা জানা যায়নি। ট্রান্সফার ফির ৫০ শতাংশ পেতে পারেন পান্ডিয়া। যদি এমনটা হয়, তাহলে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে কেনাবেচা হবে এটি। যদিও কোনো ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
হার্দিককে নিতে মুম্বাইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের আর্থিক অবস্থা। সর্বশেষ ২০২৩ আইপিএলের মেগা নিলাম শেষে তাদের কাছে রয়েছে ৫ লাখ রুপি (৬ লাখ ৬১ হাজার টাকা)। নিলামের আগে সব ফ্র্যাঞ্চাইজিই পাবে আরও ৫ কোটি রুপি (৬ কোটি ৬১ লাখ টাকা)। তাতে মুম্বাইকে বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে। আগামীকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা হচ্ছে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সর্বশেষ সময়।
২০১৫ থেকে ২০২৩-৮ বছরের আইপিএল ক্যারিয়ারে ১২৩ ম্যাচ খেলেছেন পান্ডিয়া। ৩০.৩৮ গড় ও ১৪৫.৮৬ স্ট্রাইক রেটে করেছেন ২৩০৯ রান। বোলিংয়ে ৮.৮০ ইকোনমিতে নিয়েছেন ৫৩ উইকেট। মুম্বাই ইন্ডিয়ানসে ২০১৫ থেকে ২০২১—এই ছয় বছরে মুম্বাইয়ের হয়ে জিতেছেন চারটি আইপিএল শিরোপা। ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০—চার আইপিএলে মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। এরপর ২০২২ সালে নবাগত গুজরাট টাইটানসের অধিনায়ক হয়েই শিরোপা জিতেছেন পান্ডিয়া। গুজরাটে প্রথম মৌসুমেই ব্যাটিংয়ে ৪৪.২৭ গড়ে ৪৮৭ রান ও বোলিংয়ে ৭.২৮ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফাইনালে হয়েছেন ম্যান অব দ্য ফাইনাল। সব মিলিয়ে পাঁচটি আইপিএল শিরোপা জিতেছেন পান্ডিয়া।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest