নৈরাজ্য হলে পুলিশ কঠোর অবস্থান নেবে: ডিএমপি

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

নৈরাজ্য হলে পুলিশ কঠোর অবস্থান নেবে: ডিএমপি

অনলাইন নিউজ ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, তাহলে সেই আন্দোলন যাতে সুন্দরভাবে হয়, পুলিশ এর নিরাপত্তা বিধান করবে। কিন্তু যদি কোনো নৈরাজ্য হয়, শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো কিছু ঘটে, সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।’

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তাব্যবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। বেলা সোয়া ১টার দিকে নির্বাচন ভবনে তিনি নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে সোয়া ২টার দিকে বেরিয়ে যান।

ডিএমপি কমিশনার বলেন, ‘তফসিল ঘোষণা হবে। তাই সার্বিক নিরাপত্তাব্যবস্থা দেখার জন্য আমি এসেছিলাম।’ প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘তফসিল ঘিরে নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তার জন্য যেসব কাজকর্ম পুলিশের পক্ষ থেকে করা দরকার; যেমন—সিকিউরিটি চেকআপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে, সেগুলো দেখা হচ্ছে।’ কমিশনার বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে যা যা দরকার আমরা সব করব।’