পুলিশ নয়, বিএনপিই নিজেদের কার্যালয়ে তালা ঝুলিয়েছে: ডিএমপি

প্রকাশিত: ৬:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

পুলিশ নয়, বিএনপিই নিজেদের কার্যালয়ে তালা ঝুলিয়েছে: ডিএমপি

অনলাইন ডেস্ক:

বিএনপি চাইলে তাঁদের কার্যালয়ে কার্যক্রম চালাতে পারবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আজ মঙ্গলবার সকালে বিএনপির অবরোধে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় আহত রোগীদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপি চাইলে তাঁদের কার্যালয়ে সকল কার্যক্রম চালাতে পারবে। আমাদের কোনো বাঁধা নেই।’

বিএনপির কার্যালয় পুলিশ ঘিরে রেখেছে। নির্বাচন একদিকে ঘনিয়ে আসছে আরেকদিকে বিএনপির প্রধান কার্যালয়ে তালা ঝুলছে এটি কতটা যুক্তিসঙ্গত—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপির কার্যালয়ে তাঁরা নিজেরাই তালা ঝুলিয়ে রেখেছে। আপনারা জানেন, সেখানে ১২ মাস পুলিশ নিরাপত্তায় নিয়োজিত থাকে। আমরা এরই ধারাবাহিকতায় সেখানে পুলিশের পাহারা রেখেছি।’