প্রকাশিত: ৭:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৩
ক্রীড়া ডেস্ক: গলফ খেলতে কপাল পুড়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। গলফ গাড়ি থেকে পরে মাথায় আঘাত পাওয়া ইংল্যান্ডের বিপক্ষে তাঁর খেলা হবে না। আজ জানা গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে মিচেল মার্শকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া।
মার্শকে না পাওয়াটা অবশ্য কোনো চোটের কারণে নয়। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ায় পরের ম্যাচে অলরাউন্ডারকে পাচ্ছে না দল। তাঁকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এক বিবৃতিতে সিএ জানিয়েছে, ‘গত রাতে ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন অলরাউন্ডার মিচেল মার্শ। সে কবে ফিরবে তা পরের জানানো হবে। এই মুহূর্তে আর কিছু বলার নেই।’
শুরুতে ছন্দে না থাকলেও শেষ দুই ম্যাচে ফর্মে ফিরেছিলেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে বিধ্বংসী এক সেঞ্চুরিও করেছেন তিনি। ইনিংসটি এতটাই বিধ্বংসী যে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ৪০ বলের সেঞ্চুরি। তাঁকে না পাওয়াটা তাই নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ার জন্য ধাক্কার। কেননা সেমিফাইনালে সুযোগ পেতে হলে শেষ ৩ ম্যাচে তাদের জিততে হবে। অন্যথা অনেক হিসেবে নিকাশের মধ্যে ঝুলতে পারে তাদের সেমিফাইনাল ভাগ্য।
কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই ম্যাক্সওয়েলকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তাঁর সঙ্গে এবার পাচ্ছে না মার্শকেও। যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। ৬ ম্যাচে ২২৫ রান নিয়ে এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রানকারি। ৪১৩ রান নিয়ে তাঁর ওপরে আছেন শুধু ডেভিড ওয়ার্নার। ১ সেঞ্চুরি ও ১ ফিফটি হাঁকানো মার্শের বোলিংকেও নিশ্চিতভাবে মিস করবে অস্ট্রেলিয়া। যদিও ২ উইকেট নিয়ে তেমন কোনো দলে অবদান রাখতে পারেননি তিনি। তবে বেশ কয়েক ওভার হাত ঘুরিয়ে দলকে আশা দেখিয়েছেন তিনি।
দুর্দান্ত ছন্দে থাকা ম্যাক্সওয়েল ও মার্শের পরিবর্তে একাদশে জায়গা পাক্কা ক্যামেরুন গ্রিন ও মার্কাস স্টয়নিসের। ছন্দের অভাবে গ্রিন একাদশ থেকে জায়গা হারালেও চোটের কারণে বাদ পড়েছিলেন স্টয়নিস। তাঁর পায়ের পেশির চোট ভালো হওয়ায় এদিক থেকে নিজেদের ভাগ্যবান মনে করতে পারে অস্ট্রেলিয়া।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest