‘রামায়ণ’-এ হনুমান হচ্ছেন সানি দেওল, পারিশ্রমিক হেঁকেছেন ৪৫ কোটি রুপি

প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

‘রামায়ণ’-এ হনুমান হচ্ছেন সানি দেওল, পারিশ্রমিক হেঁকেছেন ৪৫ কোটি রুপি

নিউজ ডেস্ক: ‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যেকোনো পরিচালকের জন্যই যে ‘রামায়ণ’ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। এমন অবস্থায় পৌরাণিক কাহিনিটি নিয়ে নতুন করে আগ্রহী পরিচালক নীতেশ তিওয়ারি। রামায়ণ মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত এই পৌরাণিক সিনেমায় রাম-সীতা-রাবণের খোঁজ পেলেও তিওয়ারি বিপদে পড়েছিলেন হনুমান নিয়ে।

অনেক অভিনেতার নাম এলেও কাউকে গুরুত্বপূর্ণ এই চরিত্রের জন্য উপযুক্ত মনে হচ্ছিল না এই নির্মাতার। দীর্ঘ সময় ধরে তাঁর টিম চালিয়েছে খোঁজাখুঁজি। অবশেষে সে সমস্যা মেটানোর সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নীতেশের রামায়ণে ‘হনুমান’ হচ্ছেন ‘গদর’ অভিনেতা সানি দেওল। তবে সে জন্য চওড়া পারিশ্রমিক হাঁকাচ্ছেন তিনি। এই চরিত্রের জন্য সানি চাইছেন ৪৫ কোটি রুপি। যদিও এখনো চুক্তি হয়নি, চলছে দর-কষাকষি।

তবে পর্দায় ‘হনুমান’ হয়ে উঠতে নিজেকে তৈরি করতে শুরু করেছেন সানি দেওল। ৬৫ বছর বয়সী এই অভিনেতা হনুমানের চরিত্র ফুটিয়ে তুলতে ইতিমধ্যেই ট্রেইনারের সহযোগিতায় শুরু করেছেন শরীরচর্চা।

উল্লেখ্য, সিনেমাটিতে রাম চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। আর সীতার চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। আর ‘রাবণ’ হবেন ‘কেজিএফ’ তারকা যশ। এই চরিত্রের জন্য অভিনেতা পারিশ্রমিক চেয়েছেন ১৫০ কোটি রুপির বেশি।

‘গদর-২’ সিনেমা দিয়ে বক্স অফিসে দাপট দেখিয়েছেন সানি দেওল। আগামীতে তাঁকে দেখা যাবে ‘লাহোর ১৯৪৭’ নামের একটি চলচ্চিত্রে। রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমাটি প্রযোজনা করবেন বলিউড অভিনেতা আমির খান।