প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩
বিনোদন ডেস্ক: শিগগির শুরু হবে করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ-৮’। আগামী শুক্রবার ডিজনি ও হটস্টারে এই শো-এর এবারের সিজনের প্রিমিয়ার হবে। শো-এর শুরুতেই বিশেষ চমক দেবেন রণবীর-দীপিকা।
২০১৮ সালে ইতালির লেক কেমোয় আয়োজিত বিয়ের অনুষ্ঠানের ভিডিও প্রথমবারের মতো দেখাবেন রণবীর-দীপিকা।। পাঁচ বছর আগের রাজকীয় বিয়ের দৃশ্য দেখতে পাবেন তাদের ভক্তরা।
রণবীর-দীপিকার বিয়েতে ছিল কঠোর নিরাপত্তা। নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন শুধুমাত্র দীপিকা-রণবীরের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু-বান্ধবরা। সিন্ধি ও কোঙ্কনি, দুই রীতি মেনে দুদিন ধরে হয়েছিল রণবীর–দীপিকার বিয়ের অনুষ্ঠান। বিয়ের ছবি প্রকাশ্যে আনা হলেও ভিডিও তখন শেয়ার করেননি দীপিকা ও রণবীর। এবার সেটাই প্রকাশ্যে আনতে চলেছেন এ জুটি।
উল্লেখ্য, ‘রামলীলা’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। বিয়ের পর ‘এইটিথ্রি’-তে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। আগামী বছর রোহিত শেঠির কপ ইউনিভার্স ‘সিংহাম এগেইন’-এ দুজনকে আবার একসঙ্গে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest