পর্দার গল্প নয়, বাস্তবেই জীবনসঙ্গিনীকে পাশে পেলেন শামীম হাসান সরকার

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫

পর্দার গল্প নয়, বাস্তবেই জীবনসঙ্গিনীকে পাশে পেলেন শামীম হাসান সরকার

ডেস্ক রিপোর্ট: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিন ধরে প্রেম, গুজব আর নাটকের দৃশ্য নিয়ে দর্শকদের চমকে দেওয়ার পর এবার বাস্তবেই শুভ পরিণয়ে পৌঁছালেন এই অভিনেতা। শুক্রবার, ৪ এপ্রিল জুমার নামাজের পর ঘরোয়াভাবে দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে স্ত্রীসহ একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান শামীম। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

অভিনেতার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অভিনন্দন ও শুভেচ্ছায় ভেসে যায় মন্তব্যবাক্স, তবে সঙ্গে যুক্ত হয় কিছু কৌতূহল ও সংশয়ও। অনেকেই প্রশ্ন তুলেছেন, “এটা কি আবার কোনো নাটকের দৃশ্য?”—কারণ অতীতে শামীম হাসান সরকার একাধিকবার পর্দার বিয়ের দৃশ্যকে বাস্তব হিসেবে উপস্থাপন করে আলোচনায় আসেন। বিশেষ করে অভিনেত্রী অহনা রহমান ও তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছিলেন তিনি। তবে এবার অভিনেতা নিজেই বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন, “এবার আর গল্প নয়, সত্যি সত্যি বিয়ে করেছি।”

তিনি আরও জানান, তার স্ত্রী মিডিয়ার কেউ নন। নববধূর নাম আফসানা প্রীতি, যিনি ফরিদপুরের মেয়ে এবং বর্তমানে পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। যদিও বিয়ের প্রসঙ্গে এর চেয়ে বেশি কিছু এখনই বলতে চান না শামীম, তবে তিনি আশ্বাস দিয়েছেন, সময়মতো সব বিস্তারিত জানাবেন। ভক্ত-অনুরাগীদের উদ্দেশে এই অভিনেতার অনুরোধ, “আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।” শামীম হাসান সরকারের এই বিয়ের খবরে যেমন অনেকে খুশি, তেমনি বিস্মিতও হয়েছেন অনেকে। তবে এইবার আর তা নাটকীয় নয়, একেবারে বাস্তব। জীবন নামক মঞ্চে এবার নতুন চরিত্রে অভিনয় করছেন শামীম—একজন স্বামী হিসেবে।