চতুর্থ দফায় আরও ১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

চতুর্থ দফায় আরও ১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে চতুর্থ দফায় আরও ১২ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের নিয়ে অবতরণ করেছে একটি মার্কিন সামরিক বিমান।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ১২ জনের এই দলে থাকা চারজনকে পাঞ্জাবের অমৃতসরে পাঠান হয়েছে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় প্রায় ৩০০ জন অভিবাসী বর্তমানে পানামার একটি হোটেলে আটক রয়েছেন। তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ৪০ শতাংশ অভিবাসী স্বেচ্ছায় দেশে ফিরে যেতে রাজি না হওয়ায় জাতিসংঘের সংস্থাগুলো তাঁদের জন্য বিকল্প গন্তব্য খুঁজছে।

৫ ফেব্রুয়ারি প্রথম দফায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে ১০৪ ভারতীয়কে ফেরত পাঠানো হয়। এরপর ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ১১৯ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়। এর ঠিক দুই দিন পর তৃতীয় দফায় হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে আরও ১১২ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র থেকে ফিরে এলেন ১০৪ ভারতীয় অভিবাসীযুক্তরাষ্ট্র থেকে ফিরে এলেন ১০৪ ভারতীয় অভিবাসী

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয়দের ফেরত পাঠানোর এই প্রক্রিয়া আগামী সপ্তাহগুলোতেও চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতি ১৫ দিন পর সামরিক বিমানের ফ্লাইটে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হবে, যত দিন পর্যন্ত না সবাই দেশে ফিরে আসে।

হাতকড়া, পায়ে শিকল পরিয়ে আরও ১১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্রহাতকড়া, পায়ে শিকল পরিয়ে আরও ১১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাই আরও অনেককে ফেরত পাঠানো হতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ