প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫
বিনোদন ডেস্ক:
২১ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। থাকছে নাটক, সিনেমা, প্রামাণ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠানসহ নানা আয়োজন।
বিটিভি
সকাল ১০টায় রয়েছে নৃত্যানুষ্ঠান ‘আমার বর্ণমালা’, বেলা ১১টা ২০ মিনিটে ‘কবিতা আবৃত্তি’। বিকেল সাড়ে ৪টায় রয়েছে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান’। বিনোদ রায়ের সংগীত পরিচালনায় গাইবেন শফি মন্ডল, সাজিয়া সুলতানা পুতুল, বশিরুজ্জামান সাব্বির, ঝিলিক, কামরুজ্জামান রাব্বি, মুহিন ও স্বরলিপি।
বিকেল ৫টা ৪০ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘কথাসাহিত্যে অমর একুশে’, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গীতিনৃত্যনাট্য ‘একুশের চেতনায় জাতিসত্তা ও স্বাধীনতা’। রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘বর্ণমালার গান’। জামিউর রহমান লেমনের রচনায় এটি প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। অভিনয়ে নাজিয়া ফারহা, কবির হোসেন, জেবা জান্নাত প্রমুখ। রাত ১০টায় রয়েছে ‘আলেখ্যানুষ্ঠান’।
বৈশাখী
সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’ অনুষ্ঠানে গাইবেন দিনাত জাহান মুন্নী। সকাল ৯টা ২০ মিনিটে সিনেমার দেশের গান নিয়ে ‘একুশে ফেব্রুয়ারি স্পেশাল মিউজিক অ্যালবাম’। বেলা ২টা ৩০ মিনিটে রয়েছে চলচ্চিত্র ‘আলোর মিছিল’। অভিনয়ে রাজ্জাক, ববিতা, রোজী, আনোয়ার হোসেন প্রমুখ। রাত ১০টায় নাটক ‘ভাষা ও ভালোবাসা’। অভিনয়ে আরিফিন শুভ, ইভা মজিউল, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। পরিচালনা লুৎফুন নাহার মৌসুমী।
মাছরাঙা টেলিভিশন
সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে জোবায়ের ইকবালের প্রযোজনায় প্রামাণ্যচিত্র ‘মাতৃভাষা’। রাত সাড়ে ১০টায় রয়েছে নাটক ‘বর্ণমালার মিছিল’। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌটুসী বিশ্বাস, রওনক হাসান প্রমুখ।
বাংলাভিশন
বিকেল ৫টা ১০ মিনিটে প্রচারিত হবে মাতৃভাষা বাংলা রক্ষার জন্য শহীদদের আত্মত্যাগ ও ভাষাশহীদদের বিভিন্ন ঘটনা নিয়ে অনুষ্ঠান ‘ভালোবাসার মাতৃভাষা’। রবীন্দ্রসংগীতশিল্পী দেবলীনা সুর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পূর্ববর্তী এবং পরবর্তী প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন, গান গাইবেন। পাশাপাশি থাকছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির পরিবেশনায় বৃন্দ আবৃত্তি। সঞ্চালনায় সাকিলা মতিন মৃদুলা।
এটিএন বাংলা
বেলা ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে মহান ভাষা আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সেই দিনের কথা’। পরিচালনায় কে এম মাহমুদ হাসান। ভাষাসৈনিক আহমদ রফিক বলেছেন ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির স্মৃতিবিজড়িত উত্তাল দিনের কথা। বায়ান্নর ভাষা আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার চাক্ষুষ সাক্ষী তিনি। সেই সময় তিনি ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ ছাড়া তথ্যচিত্রটিতে থাকছে ফাগুনের অগ্নিঝরা দিনের আলোকচিত্র, বই ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের স্থিরচিত্র।
আরটিভি
রাত ৮টায় প্রচারিত হবে নাটক ‘বর্ণ’। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, পারসা ইভানা প্রমুখ। রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা ইমরাউল রাফাত।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest