প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫
অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট ৫১-৪৯ ভোটে তাঁর মনোনয়ন অনুমোদন করে।
হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনো জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কাশ প্যাটেলকে এফবিআইয়ের নবম পরিচালক হিসেবে নিয়োগের আদেশে স্বাক্ষর করেছেন।
হোয়াইট হাউস এক বিবৃতিতে কাশ প্যাটেলের নিয়োগকে স্বাগত জানিয়েছে এবং এটিকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। তারা বলেছে, এই নিয়োগ এফবিআইয়ের স্বচ্ছতা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে।
প্রসঙ্গত, এখন পর্যন্ত সিনেট প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত সব মন্ত্রিসভা সদস্যদের অনুমোদন দিয়েছে; যা রিপাবলিকানদের ওপর তাঁর দৃঢ় নিয়ন্ত্রণের ইঙ্গিত দেয়।
কাশ প্যাটেল কে?
কাশ প্যাটেল ১৯৮০ সালে নিউইয়র্কে গুজরাটি বংশোদ্ভূত এক দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তবে তাঁর শৈশব কাটে পূর্ব আফ্রিকায়। তিনি লং আইল্যান্ডের গার্ডেন সিটি হাইস্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ৪৪ বছর বয়সী কাশ্যপ প্রমোদ প্যাটেল আমেরিকায় কাশ প্যাটেল নামে পরিচিত।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের (ডিপার্টমেন্ট অব ডিফেন্স) তথ্য অনুসারে, প্যাটেল ভার্জিনিয়ার ইউনিভার্সিটি অব রিচমন্ড থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে নিউইয়র্কে ফিরে এসে আইন বিষয়ে ডিগ্রি নেন এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে আন্তর্জাতিক আইনে একটি সার্টিফিকেটও অর্জন করেছেন।
কাশ প্যাটেল এর আগে মার্কিন কংগ্রেসের গোয়েন্দাসংক্রান্ত স্থায়ী কমিটিতে (হাউস পার্মানেন্ট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্স) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে কাজ করেছেন।
কাশ প্যাটেলের প্রেমিকা অ্যালেক্সিস উইলকিনস
অ্যালেক্সিস উইলকিনস একজন কান্ট্রি সংগীতশিল্পী, লেখক ও রাজনৈতিক ভাষ্যকার। তিনি রিপাবলিকান প্রতিনিধি আব্রাহাম হামাদের প্রেস সেক্রেটারি হিসেবেও কাজ করছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের অক্টোবরে এক ‘রিওয়াকেন আমেরিকা’ ইভেন্টে কাশ প্যাটেল ও অ্যালেক্সিস উইলকিনসের প্রথম দেখা হয় এবং ২০২৩ সালের শুরুতে তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান।
আমেরিকার ‘ডিপ স্টেট’ ভাঙতে চান কাশ প্যাটেল, তিনিই হচ্ছেন এফবিআই প্রধানআমেরিকার ‘ডিপ স্টেট’ ভাঙতে চান কাশ প্যাটেল, তিনিই হচ্ছেন এফবিআই প্রধান
অ্যালেক্সিস উইলকিনস দীর্ঘদিন ধরে মার্কিন সেনা ও প্রবীণদের কল্যাণে কাজ করছেন। তিনি ‘ওয়ারিয়র রাউন্ডস’, ‘অপারেশন স্ট্যান্ডডাউন’ এবং ‘সোলজারস চাইল্ড’ সংস্থার সঙ্গে যুক্ত থেকে প্রবীণ ও সাবেক সেনাদের সহায়তায় কাজ করেছেন।
সিনেটে নিয়োগ নিশ্চিত হওয়ার পর কাশ প্যাটেল এফবিআই পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আমি এফবিআইকে একটি স্বচ্ছ, দায়িত্বশীল এবং ন্যায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সংস্থায় পরিণত করব।’
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest