পরিচালনায় উইন্সলেট

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

পরিচালনায় উইন্সলেট

ডেস্ক রিপোর্ট:

নেটফ্লিক্সের ফ্যামিলি ড্রামা ‘গুডবাই জুন’-এর মাধ্যমে সিনেমার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন কেট উইন্সলেট।

অস্কার বিজয়ী এই অভিনেত্রী সিনেমাটি প্রযোজনা এবং অভিনয়ও করবেন। এখানে আরও অভিনয় করবেন টনি কোলেট, জনি ফ্লিন,

আন্দ্রেয়া রাইজবরো, টিমোথি স্পাল এবং হেলেন মিরেন।প্রাক্তন স্বামী স্যাম মেন্ডেসের সাথে উইন্সলেটের ছেলে জো অ্যান্ডার্স যৌথভাবে সিনেমার চিত্রনাট্য লিখেছেন। এটি যৌথভাবে প্রযোজনা করছেন উইন্সলেট ও কেট সলোমন।

সলোমন, উইন্সলেটের ‘লি’ সিনেমাটিও প্রযোজনা করেছিলেন। ভোগের ফটোগ্রাফার লি মিলারের বায়োপিক ‘লি’তে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন কেট উইন্সলেট।

এই সিনেমার জন্য উইন্সলেট গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছিলেন। সিনেমা ‘লি’ বছরের সেরা ব্রিটিশ সিনেমার জন্য বাফটা’র জন্যও মনোনীত হয়েছিলো।