প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
ডেস্ক রিপোর্ট: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর জীবনদর্শন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। নিজের অভিনয়ের পাশাপাশি, একটি বিশেষ বৈশিষ্ট্য হলোÑ সবসময় হাস্যোজ্জ্বল এবং মিষ্টি মুখে থাকেন তিনি। জীবনের যেকোনো পরিস্থিতি ও সিনেমার চরিত্র বাছাইয়ে, রাশমিকা অনেকটা সরল এবং সহজ পথে বিশ্বাসী।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা বলেন, “আমি জীবনের জটিল হিসাব-নিকাশে বিশ্বাস করি না। আমি মনে করি, ঐশ্বরিক কোনো শক্তি আমাকে পরিচালিত করছে, এবং আমি স্রোতের সঙ্গে চলি।” জীবনকে খুব বেশি সিরিয়াসলি না নেওয়ার এই দৃষ্টিভঙ্গি রাশমিকার ব্যক্তিগত জীবনেও প্রতিফলিত হয়।
তিনি আরও বলেন, “এভাবে ভাবতে থাকলে জীবন কঠিন হয়ে উঠবে। আমি আমার জীবনকে যতটা সম্ভব সহজ রাখতে চাই। আমি আমার সিনেমা বাছাই করি না, বরং আমি গল্প বলার অংশ হতে চাই।” এর মাধ্যমে রাশমিকা প্রমাণ করেছেন যে, একজন অভিনেত্রী হিসেবে চরিত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার গল্প বলার ইচ্ছা এবং দৃশ্যের মধ্যে জীবনের সত্ত্বাকে তুলে ধরা।
রাশমিকা মান্দানার এই দর্শন সিনেমার চরিত্র বাছাইয়ে তার অদ্বিতীয় মানসিকতাকেও তুলে ধরে। তার মতে, সিনেমার চরিত্র যেমনই হোক না কেনÑ এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, “চরিত্রটি মা, দাদি অথবা অন্য কিছু হতে পারে। কিন্তু, আমি শুধু গল্পের অংশ হতে চাই।”
বর্তমানে, রাশমিকা অভিনীত ‘ছাবা’ সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে, যা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। সিনেমার গল্প এবং চরিত্রের গভীরতা নিয়ে রাশমিকা দর্শকদের মন জয় করার জন্য প্রস্তুত। ছবিটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকার এবং এতে রাশমিকা ছত্রপতি সম্ভাজি মহারাজের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।
এছাড়া, ছবিতে ভিকি কৌশল ছত্রপতি সম্ভাজি মহারাজ এবং অক্ষয় খান্না মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন। রাশমিকার এই জীবনদর্শন, একদিকে যেমন তাঁর অভিনয়ে প্রভাব ফেলেছে, তেমনি দর্শকদেরও একটি সহজ, সাদামাটা জীবনধারণের ধারণা দিয়েছে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest