নেটফ্লিক্সে আসছে ‘জুয়েল থিফ, চোরের ভূমিকায় সাইফ

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

নেটফ্লিক্সে আসছে ‘জুয়েল থিফ, চোরের ভূমিকায় সাইফ

ডেস্ক রিপোর্ট: বলি ছোট নবাব অভিনেতা সাইফ আলী খান। বছরের শুরুতে আততায়ীর হামলায় গুরুতরভাবে জখম হন তিনি। এরপর ধারণা করা হয় তার বাড়িতে চুরির উদ্দেশ্যেই ঘটে এমন ঘটনা। সেই মামলায় চলছে তদন্ত। ইতোমধ্যেই আটক করা হয়েছে শরিফুল নামে এক বাংলাদেশিকে। অবশেষে এবার নিজেই চোরের ভূমিকায় হাজির হবেন এই অভিনেতা। জানা যায়, ওয়েব ফিল্ম ‘জুয়েল থিফ : দ্য হাইস্ট বিগিনস’-এ তাকে দেখা যাবে নতুন এই চরিত্রে। এমনটাই জানিয়েছে জনপ্রিয় ওটিটি নেটফ্লিক্স।

দিন কয়েক আগে এই ওয়েব ফিল্মের প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত হন সাইফ। যদিও এখনও রয়েছে ঘাড়ে বড়সড় ব্যান্ডেজ বাঁধা। বাঁ হাত ঢাকা ছিল কালো ব্যান্ডেজে। এরপর প্রকাশিত হয় তার নতুন এই ফিল্মের টিজার। যেখানে তাকে একজন চোরের ভূমিকায় দেখা যায়। যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ ধারণ করে। সিরিজটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এই নির্মাতার সঙ্গে এটি সাইফের তৃতীয় কাজ। প্রসঙ্গত, একটি মূল্যবান হীরা চুরির ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘জুয়েল থিফ’ সিরিজটি। সাইফ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত।