মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে নিজের জীবনের মায়া ত্যাগ করে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তা নিয়ে। এটা মাথায় রাখতে হবে, তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে। কাজেই তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। তিনি বলেছেন, “আমার মতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, তারপরও সে মুক্তিযোদ্ধা। আমার কাছে সে সম্মানিত। আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ দেবে সেটাই আমরা চাই।“আমি জানি, এর মধ্যে আমাদের দলের প্রতি অনেকেরই সমর্থন নেই। অন্য জায়গায় চলে গেছেন। অনেকের অনেক কিছু থাকতে পারে। যে যেখানে যাক সেটা আমার কাছে বিবেচ্য নয়, আমার কাছে বিবেচ্য তারা সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, অনেকে পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে শত্রুকে পরাজিত করে। কাজেই তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে।” নবম সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সব ধরনের সহযোগিতা করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা একসময় অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ব করে যেন বলতে পারে আমি মুক্তিযোদ্ধা।” নির্বাচিত ফেলোদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “যারা (বিদেশ) যাচ্ছেন, এদেশের দায়িত্ব নিয়ে যেতে হবে যে আপনাদের এদেশকে দেওয়ার আরও অনেক কিছু আছে। ভবিষ্যতে যাতে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন সেজন্য ফেলোশিপ দেওয়া হচ্ছে। ফিরে এসে দেশের মানুষের জন্য কাজ করবেন।”
সুত্র:এফএনএস ডটকম

এ সংক্রান্ত আরও সংবাদ