প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪
ডেস্ক রিপোর্ট: বিসিএসের প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃত মিজানুর রহমান ওরফে এমডি মিজান উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া কুটিরপাড় গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।বিজ্ঞাপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধ মূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণœ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমানকে স্বীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।জানা যায়, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির সঙ্গে সখ্যতা গড়ে তুলে ম্যাক সিক্স প্রাইভেট কোম্পানি নামে ঢাকায় একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। যার চেয়ারম্যান তিনি নিজেই। অবৈধ টাকা রক্ষায় কৌশলে আওয়ামী লীগে যোগ দেন তিনি। টাকার জোরে বাগিয়ে নেন আওয়ামী লীগের সহ সভাপতির পদ। তিনি এলাকায় এমডি মিজান নামে পরিচিত। গ্রামে আসলে চাকরি প্রত্যাশী ও তাদের অভিভাবকদের ভিড় দেখা যেত। তবে এলাকার কোনো ছেলেকে এমন সুযোগ না দিলেও তার আপন ছোট ভাই মশিউর রহমান পুলিশের অফিসার পদে চাকরি করেন। সম্প্রতি বিসিএস প্রশ্ন ফাঁস চক্রের একটি তালিকা প্রকাশিত হয় গণমাধ্যমে। সেই তালিকায় নাম আসে মিজানুর রহমান ওরফে এমডি মিজানের। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, আমরা আগে থেকে ধারণা করেছিলাম। কিন্তু জানতে চাইলে মিজান আমাদের বলতেন, এখন এসব ছেড়ে দিয়েছি। তবুও আমাদের সন্দেহ হতো। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হয়েছি। জরুরি সভায় তাকে পদপদবি থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের চিঠিও পাঠানো হচ্ছে তার ঠিকানায়।
সুত্র:যায়যায়দিন
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest