গাজার স্কুলে ইসরাইলের বিমান হামলা, নিহত ২৯

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪

গাজার স্কুলে ইসরাইলের বিমান হামলা, নিহত ২৯

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় একের পর এক স্কুলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ মঙ্গলবার খান ইউনিসের এক স্কুলে বোমা হামলা চালিয়েছে দখলদার দেশটির বাহিনী, ভয়াবহ এ হামলায় অন্তত ২৯ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি মিডিয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির বিষয়টি পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছে। তারা বলছে, ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলার ঘটনায় অংশ নিয়েছিল এমন এক হামাস যোদ্ধাকে নিশানা করতে গিয়ে এই ঘটনা ঘটেছে।ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় একের পর এক স্কুলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ মঙ্গলবার খান ইউনিসের এক স্কুলে বোমা হামলা চালিয়েছে দখলদার দেশটির বাহিনী, ভয়াবহ এ হামলায় অন্তত ২৯ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি মিডিয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির বিষয়টি পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছে। তারা বলছে, ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলার ঘটনায় অংশ নিয়েছিল এমন এক হামাস যোদ্ধাকে নিশানা করতে গিয়ে এই ঘটনা ঘটেছে।গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দিকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে। কয়েক দিন আগে দুপক্ষের মাঝে একটি যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় আলোচনায় অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি।
সুত্র:যায়যায়দিন