ভোটে জেতার প্রতিশ্রুতি বাইডেনের

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪

ভোটে জেতার প্রতিশ্রুতি বাইডেনের

ডেস্ক রিপোর্ট: রালেই (যুক্তরাষ্ট্র), ২৯ জুন, ২০২৪ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার স্পষ্ট করে বলেছেন, ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তার হোয়াইট হাউসের রেসে থাকার সার্বিক ইচ্ছা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি বিপর্যয়কর বিতর্কের পারফরম্যান্স সত্ত্বেও তিনি তার এমন ইচ্ছার কথা ব্যক্ত করেন। এ বিতর্কের পর ডেমোক্র্যাটদের মধ্যে এক ধরনের হতাশার সৃষ্টি হয়। খবর এএফপি’র। বাইডেন উত্তর ক্যারোলিনায় তার সমর্থকদের এক বিশাল সমাবেশে বলেন, ‘আমি আগের মতো সহজে হাঁটতে পারি না,আমি আগের মতো সাবলীলভাবে কথা বলি না, আমি আগের মতো বিতর্ক করি না,তবে আমি কি করি তা আমি জানি। আমি জানি কিভাবে সত্য বলতে হয়।’ তিনি আরো বলেন,‘আমি ভুল থেকে সঠিকটা জানি। আমি জানি কিভাবে এই কাজটি করতে হয়। আমি জানি কিভাবে কাজগুলো করতে হয়। আমেরিকার লাখো মানুষের মতো আমি জানি।’
সূত্র:বিএসএস নিউজ

এ সংক্রান্ত আরও সংবাদ