প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৪
পশ্চিমবঙ্গের আগামী লোকসভা নির্বাচন নিয়ে চলছে জোর প্রচারণা। রবিবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের প্রার্থী তালিকায় নাম নেই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের। বরং সেই তালিকায় নতুন যোগ হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, এবারের নির্বাচন করছেন না টালিউডের দুই অভিনেত্রী। তারা হলেন মিমি চক্রবর্তী ও নুসরাত জাহন। তবে নিজের জায়গা ঠিক রেখেছেন অভিনেতা দেব (দীপক অধিকারী)। বরাবরের মতো ঘাটাল আসন থেকেই লোকসভা নির্বাচনে লড়বেন তিনি। এছাড়াও এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটের মাঠে নামবেন অভিনেত্রী-সঞ্চালক রচনা ব্যানার্জি (হুগলি), অভিনেত্রী সায়নী ঘোষ (যাদবপুর), জুন মালিয়ারা (মেদিনীপুর)। মিমি নিজেই কিছু দিন আগে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। ইস্তফা দিয়েছেন মমতার দফতরে গিয়ে। এরপর সোশ্যাল হ্যান্ডেলে বলেছিলেন, ‘আমার জীবন অধ্যায়ের অধিকাংশ সময় অভিনয় জগতে থেকে মানুষকে মনোরঞ্জন করেছি। কিন্তু বিগত ৫ বছর, বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের একজন সংসদ সদস্য হিসেবে যতটা কাজ সাধারণ মানুষের জন্য করতে পেরেছি, মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি। সৎ পথে থেকে মাথা উঁচু করে এগিয়ে গেছি, সেই সফরের কথা মনে করলে মারাত্মক আত্মতুষ্টি হয়।’ তবে নুসরাত জাহানের বিষয়ে সেভাবে কিছু আঁচ করা যায়নি। গত রোববার ঘোষণাতেই তার বাদ পড়ার বিষয়টি সামনে এলো। এ নিয়ে অবশ্য অভিনেত্রী এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট আসন থেকে অংশ নিয়ে জয় পান নুসরাত। একই আসরে যাদবপুরের কাণ্ডারি হয়েছিলেন মিমি।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest