প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাকা সফররত আগরতলা প্রেস ক্লাবের ১৩ সদস্যের প্রতিনিধি দল।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে এ সাক্ষাৎ করে প্রতিনিধি দল।এসময় উপস্থিত ছিলেন- আগরতলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট জয়ন্ত ভট্টাচার্য, সেক্রেটারি রমাকান্ত দে, সৈয়দ সাজ্জাদ আলী, কামাল চৌধুরী, রঞ্জন রায়, অভিষেক দে, সুরজিৎ পাল, মনিষ লোদ, অভিষেক দেববর্মা, প্রণব সরকার, সুপ্রভাত দেবনাথ, দেবাশিস মজুমদার এবং সুমন দেবরায় ও বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সভাপতি রেজওয়ানুল হক।
এ সময় মন্ত্রীকে উত্তরীয় ও সম্মাননা স্মারক অর্পণ করে প্রতিনিধি দল।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest