শীর্ষে বব মার্লের বায়োপিক

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪

শীর্ষে বব মার্লের বায়োপিক

ডেস্ক রিপোর্ট: যেন টপচার্টের শীর্ষে উঠে এলেন বব মার্লে! চুয়াল্লিশ বছর আগেই না ফেরার দেশে চলে গেছেন রেগে সংগীতের এই কিংবদন্তি। কিন্তু তার রেখে যাওয়া গান আর আদর্শ ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে, বাতাসের মতো। যেটার প্রমাণ গত কয়েক দিনের মার্কিন বক্স অফিসের চিত্র দেখলে আঁচ করা যায়। কারণ প্রেক্ষাগৃহে চলছে কালজয়ী শিল্পীর বায়োপিক ‘ববমার্লে: ওয়ান লাভ’। মুক্তি পেয়েছে ছবিটি। সে দিন থেকেই বক্স অফিসে দারুণ ব্যবসা করছে এটি। চমকপ্রদ ব্যাপার হলো, মার্ভেল কমিকসের
সুপারহিরো ছবিকে টপকে আয়ের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে ‘ববমার্লে’। মার্কিন সাময়িকী ভ্যারাইটি থেকে জানা গেলো, ছবিটি বক্স অফিস কালেকশন ৭ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার। এর মাধ্যমে তিন দিনেই এর আয় ছাড়িয়ে গেছে ২৫ দশমিক ৩ মিলিয়ন ডলার। অন্যদিকে মার্ভেল স্টুডিওসের ছবি ‘ম্যাডাম ওয়েব’ তিন দিনে সংগ্রহ করেছে সাড়ে ১২ মিলিয়ন মার্কিন ডলার। রোববার এর আয় ছিল ৪ দশমিক ৩ মিলিয়ন ডলার। এস. জে. ক্লার্কসন নির্মিত ছবিটির মুখ্য ভূমিকায় আছেন
ডাকোটা জনসন।