চুলে ডিমের কুসুম থেরাপি

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪

চুলে ডিমের কুসুম থেরাপি

ডেস্ক রিপোর্ট: চুলের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান রয়েছে ডিমের কাছে। চুল পড়া, মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া, রুক্ষ চুলের সমস্যা দূর হয় চুলে নিয়মিত ডিমের প্যাক লাগালে। চুল নরম ও সিল্কি করতেও প্রোটিনের পাওয়ার হাউস ডিমের জুড়ি নেই। জেনে নিন ডিমের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে তৈরি করবেন হেয়ার প্যাক।
১। ডিমের কুসুমের সঙ্গে মেশান টক দই। ভালো করে ফেটিয়ে চুলে লাগিয়ে
রাখুন। ২০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।
২। ডিম ফেটিয়ে ২ চা চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে
গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৩। অতিরিক্ত শুষ্ক চুলে ডিম ও মধুর হেয়ার প্যাক ব্যবহার করুন। ডিমের
কুসুম ও মধু একসঙ্গে ফেটিয়ে চুলে লাগান। একঘণ্টা পর শ্যাম্পু করে নিন।
চুল হবে সিল্কি ও নরম।
৪। দুটি ডিম এবং চার টেবিল চামচ মেয়নেজ একসঙ্গে মিশিয়ে নিন। চুলের
গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে
ধুয়ে ফেলুন।
৫। একটি ডিমের কুসুমের সঙ্গে ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন।
মিশ্রণটি মাথায় লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর চুল ধুয়ে
ফেলুন।