জেলেনস্কিকে আশ্বস্ত করলেন বাইডেন

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪

জেলেনস্কিকে আশ্বস্ত করলেন বাইডেন

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ৬০ বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা কিয়েভের পথে রয়েছে বলে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বিলটি এখনও কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন পায়নি। তবে বাইডেন জেলেনস্কিকে বলেছেন, তিনি আশাবাদী বিলটি পাস হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইউরোপে বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে ইউক্রেনকে আরও অস্ত্র দ্রুত সরবরাহের আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি। পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসের সমর্থনের ঘাটতিকে দায়ী করে আসছে। গত বছর মে মাসে বাখমুত দখলের পর আভদিভকা দখল ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য। শনিবার জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর বাইডেন সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের জনগণ খুব সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করেছে। তারা সবকিছু উজাড় করে লড়েছে। কিন্তু তাদের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে, আমরা সহযোগিতা করব না¬–এমন ধারণা খুব অবাস্তব।

এ সংক্রান্ত আরও সংবাদ